মিঠাপুকুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে লালমিয়ার মোটরসাইকেল মহড়া
রুবেল ইসলাম,রংপুর
রংপুরের মিঠাপুকুর
উপজেলায় খোড়াগাছ
ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচন-২০২১কে সামনে রেখে বিশিষ্ট
ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্জ্ব মোঃ মশিউর রহমান (লাল মিয়া) এর ডাকে ও সমর্থনে
মতবিনিময় ও ইউনিয়নে মোটরসাইকেল
মহড়া।
মোটরসাইকেল মহড়ায় প্রায় হাজার মোটরসাইকেল অংশগ্রহণ করেন।মাইক হাতে জনগনের সাথে মতবিনিময় লালমিয়া
বুধবার দুপুড়ে ইউনিয়নের পাইকড়ের হাটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
মতবিনিময় সভায় লালমিয়া বলেন-
নির্বাচিত হলে তিনি প্রথমে ইউনিয়নকে দূনীতিমুক্ত করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি
নিজে যেন দূনীতিতো করবেন না এবং কোন সদস্যকে দূনীতি করতে দিবেন না। এছাড়া বয়স্কভাতা,বিধবা
ও প্রতিবন্দী ভাতা বিনা টাকায় এবং কাজের বিনিময়ে খাদ্য প্রদানে শতভাগ নিয়শ্চতা প্রদান
করেন। হাজারও জনতার উপচে পড়া ভরা ভীড়
মতবিনিময় সভা শেষে মোটরসাইকেল শোভাযাত্রায় ইউনিয়নের বিভিন্ন স্থানের প্রায় এক হাজার মোটরসাইকেল অংশগ্রহন করেন। প্রতিটি মোটরবাইকের চালক ও আরোহীকে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক প্রদান করা হয়।