মিঠাপুকুরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মুরাদ দর্প নারায়নপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষার মান বৃদ্ধিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে মুরাদ দর্প নারায়নপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজন করেন।

অভিভাবক সমাবেশে দাতা সদস্য আলহাজ্ব আজিজার রহমান মজিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুরাদ দর্প নারায়নপুর নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মন্ডল মওলা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক বাবু নির্মল চন্দ্র,কাফ্রিখাল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মকবুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

অভিভাবক সমাবেশে প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থী ও তাদের পিতামাতা অংশগ্রহণ করেন।