অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে রংপুর জেলা প্রশাসন
রংপুর সিটি কর্পোরেশন এলাকার কেরানীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৬ টি দোকান ভস্মীভূত হয়েছে। আজ (৩০ এপ্রিল) রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের নির্দেশক্রমে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানী ।
এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন। সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ক্ষতিগ্রস্থরা অবহিত করেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার বিষয়ে ক্ষতিগ্রস্থদের আশ্বস্ত করা হয়।
Post a Comment