03/19/22

 

নগরীর ১৩নং ওয়ার্ডে প্রায় ৭শ’ ৪০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজ শুরু
 
স্টাফ রিপোর্টার ॥
ডিপিপি অর্থায়নে এক কোটি টাকা ব্যয়ে নগরীর ১৩নং ওয়ার্ডে প্রায় ৭শ’ ৪০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজ শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন। গত শুক্রবার দুপুরে প্রাইম হাসপাতাল সংলগ্ন এলাকায় উক্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

 
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজলে এলাহী ফুলু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ সাহেদা বেগম বেবি, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশরী মোঃ আজম আলী ও মেজর (অবঃ) নাসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ###

 

রংপুর ঠিকাদার সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
২১ মার্চ প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান এবং ২৩ শে মার্চ সিটি কর্পোরেশন ও এলজিইডির সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা
 
স্টাফ রিপোর্টার
রড সিমেন্ট পাথর ও বিটুমিনসহ সকল প্রকার নির্মাণ সামগ্রীর মুল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও মুল্য কমানোর দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে স্মারক লিপি প্রদান এবং সিটি করপোরেশন ও এলজিইডি কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষনা করেছেন রংপুর ঠিকাদার সমিতি। গতকাল শনিবার দুপুরে রংপুর নগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে রংপুর ঠিকাদার সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষনা করেন।
২১ মার্চ প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান এবং ২৩ শে মার্চ সিটি কর্পোরেশন ও এলজিইডির সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা

 
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর ঠিকাদার সমিতির আহবায়ক রফিকুল ইসলাম দুলাল। রংপুর ঠিকাদার সমিতির সদস্য সচিব রইছ আহাম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম মিঠু, খায়রুল কবীর রানা, মঞ্জুর আহমেদ আজাদ, খায়রুল কবীর রানা, আবু আহমেদ সিদ্দিক পারভেজ।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, বর্তমানে প্রতিটি নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মুল্য দরপত্রের চুক্তি মুল্য থেকে গড়ে শতকরা ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। মাত্র এক থেকে দেড় মাসের ব্যবধানে ইটের মুল্য শতকরা ৪০ ভাগ, পাথরের মুল্য ৮০ ভাগ, রডের মুল্য ৫০ ভাগ, সিমেন্টের মুল্য ৩৫ ভাগ, বিটুমিনের মুল্য ৪০ ভাগ, মোটা বালুর মুল্য ৩০ ভাগ, এমএস সীটের মুল্য ৫০ ভাগ, ফ্লাটবার ও এ্যাংগেলের মুল্য ৫০ ভাগ, টাইলসের মুল্য ২০ ভাগ, থাই গ্লাসের মুল্য ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। এই অস্বাভাবিক মুল্য বৃদ্ধি সিন্ডিকেটের ষড়যন্ত্র কিনা এবং পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখার দাবি জানানো হয়। 
ঠিকাদারদের অভিযোগ-দেশের উন্নয়নের অগ্রযাত্রায় মুল কারিগর ঠিকাদারা। এর সাথে ১০ লাখ ঠিকাদার এই শিল্পের সাথে জড়িত, এ ছাড়া নির্মাণ শ্রমিক প্রায় এক কোটি মানুষ সরাসরি জড়িত। নির্মাণ সামগ্রীর মুল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ঠিকাদারদের পক্ষে নির্মাণ কাজ করা সম্ভব হচ্ছে না। সংবাদ সম্মেলনে তাদের দাবির সমর্থনে ২১ মার্চ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং ২৩ মার্চ রংপুর সিটি করপোরেশন ও নির্বাহি প্রকৌশলী এলজিইডি রংপুরের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি ঘোষনা করা হয়। 
এ সময় উপস্থিত ছিলেন যূগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, সদস্য শফিকুল ইসলাম যাদু, ওয়াসিমুল বারী রাজ,  রেজাউল ইসলাম মিলন, আব্দুর রব রাঙ্গা, অরুপ দত্ত,  লিটন পারভেজ, জাহিদুল ইসলাম রুবেল, নওরোজ হোসেন পল, আবু সামা, লোকমান হোসেন, আলহাজ্ব রুহুল আমীন ফুলু,  রবিউল ইসলাম রবি, রাহাত ইসলাম রনি, আলতাফ হোসেন লন্ডন,  ফরহাদ হোসেন, আশরাফুল ইসলাম বাবু ও জয়নুল ইসলাম বাবুসহ অন্যান্য ঠিকাদারবৃন্দ। ###

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget