রংপুরে মেট্রো ডিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ আটক-২


রুবেল ইসলাম,রংপুর অফিস


রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক কোতয়ালী থানায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আলমগীর ও কাফি নামে ২জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।




শুক্রবার(২৯ শে অক্টোবর) দুপুড়ে  গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন সুরভী উদ্যানের পাশে ম্যাকডোনাল্ড ফুচকা হাউজের সামনে চলাচলের পাকা রাস্তার উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল সহ তাদের আটক করা হয়।


রংপুর মেট্রোপুলিশের ডিবি অফিসসূত্রে জানা যায়-রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোতালেব হোসেনের অপারেশন পরিকল্পনা ও নেতৃত্বে এসআই (নিঃ) স্বপন কুমার রায়, এএসআই (নিঃ) তৈবুর রহমান এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এতে রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডস্থ সুরভী উদ্যানের পাশে ম্যাকডোনাল্ড ফুচকা হাউজের সামনে চলাচলের পাকা রাস্তার উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আলমগীর কবির @ শুভ (২০) কোতয়ালী থানার অর্ন্তভুক্ত ২৭ নং ওয়ার্ডের বনানী পাড়া চারতলা  মোড় এলাকার  আবু তৈয়ব @ সেতু মিয়ার পুত্র এবং অন্য আসামী আব্দুল কাফি (৩৪) মিয়া রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার অর্ন্তভুক্ত রংপুর সিটির ৯ নং ওর্য়াডের কাছনা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধিন একটি মামলা দায়ের করেন পুলিশ।