রংপুরে  নিখোঁজ 

এক মহিলার সন্ধান মিলছেনা অভিযোগ তার পরিবারের 



রংপুর অফিস

রংপুরের মিঠাপুকুরে গত এক মাস ধরে নিখোঁজ মর্জিনা বেগম নামে এক বৃদ্ধা মহিলা হারিয়ে গেছেন বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন বলে জানা গেছে ।  তার পরিবার বলেছেন যে  আগে থেকেই তিনি  মানসিক সমস্যায় ভুগে আরছিলেন তিনি হঠাৎ করেই তার  কোন খোঁজ মিলছেনা ।



বৃহস্পতিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তার মর্জিনার পরিবারের সদস্যরা।  তারা বলেন, গত ১লা জুন তাদের মাকে বাড়িতে না দেখে অনেক খোজাখুজি করেন কিন্তু সন্ধান না পাওয়ায় পরবর্তীতে মাইকিং, পোস্টারিংসহ বিভিন্ন স্থানে খোঁজ খবর করেন। তারা আরো বলেন, গত এক মাস ধরে নানাভাবে খুজলেও এখনও পাওয়া যাচ্ছেনা মর্জিনাকে। এ অবস্থায় প্রশাসনের সহযোগীতা কামনা করেন তারা। মর্জিনার বাড়ি মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুরের বান্দেরপাড়া গ্রামে।