ভিন্ন জগৎ এর ব্যবস্থাপনা পরিচালক এস. এম. কামালের মৃত্যুতে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার শোক প্রকাশ
ভিন্ন জগৎ এর ব্যবস্থাপনা পরিচালক এস. এম. কামালের মৃত্যুতে
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার ॥
রংপুরের অন্যতম বিনোদন কেন্দ্র 'ভিন্ন জগৎ এবং ডায়মন্ড পার্টিক্যাল বোর্ড মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস. এম. কামাল (৭০) আর নেই। গতকাল রোববার রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক বার্তা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের সমবেদনা জ্ঞাপন করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসীরসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।