মিঠাপুকুরে সাংসদের সাথে চেয়ারম্যান প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ
মিঠাপুকুরে সাংসদের সাথে চেয়ারম্যান প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ
মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর-৫ আসনের ৫ম বারের নির্বাচিত সাংসদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ৫ম বারের কোষাধাক্য হাবিবুরন্নবী আশিকুর রহমানের সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে সম্ভব্য চেয়ারম্যান প্রত্যাশী নুরআলম সৌজন্য সাক্ষাৎ করেন।
শুক্রবার(৩ই ডিসেম্বর)সন্ধ্যায় উপজেলার “মিঠাপুকুর ভবন”-এ সাক্ষাৎকার করেন খোড়াগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান নৌকা প্রত্যাশী নুরআলম ৩ সহস্রাধীক জনগণ নিয়ে দেখা করেন।
দুপুড়ে খোড়াগাছ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে ৩ শতাধিক মোটরসাইকেল ও দেড় শতাধিক অটোতে প্রায় ৩ সহস্রাধীক মহিলা ও পুরুষ ভোটারদের সাথে নিয়ে জাতীয় সাংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় সাংসদের হাতে ফুলের তৈরী আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকা উপহার দিয়ে দোয়া ও আর্শিবাদ কামনা করেন।
আশিকুর রহমান খোড়াগাছ বাসীর কাছে তার ভবনে আসার উদ্দেশ্য জানতে চাইলে স্থানীয় কয়েকজন খোড়াগাছের অবিভাবক ও চেয়ারম্যান হিসাবে নুরআলকে দেখতে চান এবং সদয় দৃষ্টি ও দোয়া কামনা করেন।
আশিকুর রহমান খোড়াগাছ বাসীর উদ্দেশ্যে বলেন-খোড়াগাছ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরআলমকে তিনি চিনেন এবং আমেরিকা থেকে তার বিভিন্ন প্রোগাম দেখেছেন। খোড়াগাছে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং তারুণ্যে ও যুব জননেতা হিসাবে আখ্যায়িত করেন। এ সময় তিনি আরও বলেন- নৌকার মনোনায়ন দেওয়ার ক্ষমতা নেই এই ক্ষমতা শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার। নৌকার মনোনায়নে শুধুমাত্র সাংসদ সদস্য হিসাবে সুপারিশ দিতে হয়। খোড়াগাছ ইউনিয়নে যতগুলো উন্নয়ন হয়েছে আরও উন্নয়ন হবে বলে তিনি মন্তব্য করেন।
জানা যায়-মিঠাপুকুরের সাংসদ করোনাকালীন সময় চিকিৎসার জন্য দীর্ঘ দিন দেশের বাইরে থাকায় মিঠাপুকুরে আসেন নি।প্রতিনিয়ত ১৭টি ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রত্যাশীরা সাংসদের সাথে সৌজন্য করছেন।