রংপুরে ৩২ বিএনসিসি’র তত্ত্বাধানে র্যালী
রংপুরে ৩২ বিএনসিসি’র
তত্ত্বাধানে র্যালী
রংপুর অফিস
রংপুরে
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শর্তবার্ষিকী উদযাপন,স্বাধীনতার রজত জয়ন্তী,শেখ
রাসেল দিবস ও কোভিড-১৯ উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সকাল নয়টায় র্যালীটি রংপুর কারমাইকেল কলেজ থেকে শুরু হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পার্কের মোড় থেকে কারমাইকেল কলেজে এসে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,মহাস্থান রেজিমেন্টের ভারপ্রাপ্ত রেজিমেন্ট
কমান্ডার মেজর শেখ শাহরিয়ার মোহাম্মাদ শাকিল,৩২ ও ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট মেজর গোলাম ছরওয়ার,বিএনসিসি অফিসার ও অন্যান্য কর্মকর্তা,সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটবৃন্দ।