09/22/21

 মিঠাপুকুরে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় মানববন্ধন

মিঠাপুকুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যার প্রতিকার চেয়ে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার ৪টি ইউনিয়নের যুব সদস্যরা অংশগ্রহণ করেন।



বুধবার দুপুরে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্মভূমিতে মানববন্ধন ও র‌্যালী পালিত হয়। বেসরকারী সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্ট এর সহযোগিতায় কাফ্রিখাল,রানীপুকুর,লতিবপুর ও পায়রাবন্দ ইউনিয়নের ৩৬ জন যুব অংশগ্রহণ করেন। এসময় কাফ্রিখাল যুব ফোরাম সভাপতি রুবেল ইসলাম,রানীপুকুর নবীন বরণ যুব ফোরাম সভাপতি শাহজাদা খান,লতিবপুর যুব ফোরাম সভাপতি আপেল মাহমুদ ও পায়রাবন্দ যুব ফোরাম সভাপতি পাবন সরকার বক্তব্য রাখেন।এসময় এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্ট এর টেকনিক্যাল অফিসার খায়রুল ইসলাম ও ফ্যাসিলেটর আহসান উল্লা,শাহনাজ পারভীন,শেফালী বেগম ও বেলাল হোসেন  উপস্থিত ছিলেন। 



 মানববন্ধন শেষে সকল যুব সদস্যদের মাঝে ১টি করে হাড়িভাঙ্গা আমের গাছ বিতরণ করা হয়।


 গাইবান্ধার গৃহবধুকে কেরোসিনের আগুনে হত্যা চেষ্টা,রংপুরে বার্ণ ইউনিটে ভর্তি


রুবেল ইসলাম,রংপুর

গাজীপুরের মাওয়া নতুন বাজার এলাকায় ভাড়া  বাসায় শনিবার(১৮ই সেপ্টেম্বর) গভীর রাতে কেরোসিনের আগুনে ঝলসে যাওয়া খুশি আক্তার নামে এক গৃহবধুকে উদ্ধার করেন এলাকাবাসী। স্বামী কর্তৃক নির্যাতনের শিকার গৃহবধুর বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বদলাগাড়ি গ্রামে হাসান শেখের কনিষ্ঠ মেয়ে।



খুশি আক্তার জানায়-পারিবারিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২০১৯ সালের ১২ই জুন গাইবান্ধার সদর থানার বল্লমঝাড় এলাকায় মাওলানা শরিফ মাহমুদের সাথে বিবাহ সম্পূর্ণ হয়। বিয়ের পর থেকে নানানভাবে যৌতুকের জন্য স্বামী ও শ্বাশুড়ী চাপ প্রয়োগ করেন।ইতিপূর্বে তার শ্বশুড় বিদেশ যাওয়ার কথা বলে ৮০ হাজার টাকা নেয় এবং ঘরের জন্য লক্ষাধিক টাকার ফার্নিচার দেয়।হঠাৎ স্বামী ও শ্বাশুড়ী আবার বাবার বাড়ি থেকে ডিসকভার মোটরসাইকেল কেনার জন্য টাকার চাপ করেন।সেই টাকা না নিয়ে আসায় প্রায়ই দুজনেই নির্যাতন করতো।এছাড়াও তার স্বামী ১০/১২ টি মেয়ের সাথে ইমুতে ভিডিও কলে কথা বলে বাধা দিলে ঘরের দরজা-জানালা বন্ধ করে স্পিকারে উচ্চ স্বরে ওয়াজ বাজিয়ে নির্যাতন করতেন বলে দাবী ঐ গৃহবধুর।এছাড়া বিভিন্ন সময়ে পার্কে গিয়ে মোবাইলে ছবি তুলে নিয়ে এসে তাকে দেখায় না দেখলে শুরু হয় নির্যাতন।বিভিন্ন সময়ে মাহফিলের কথা বলে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়।

স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা শরিফ মাহমুদ


গত শনিবার রাতে খাবারের পর পরকীয়ায় আসক্ত স্বামীকে বাঁধা দিলে রাত দেড়টায় ঘুমন্ত অবস্থায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায় স্বামী। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন।

আগুনে ঝলসে যাওয়া খুশি রমেকে চিকিৎসাধীন


এ ঘটনায় পলাতক পরকীয়ায় আসক্ত ও যৌতুক লোভী শরিফের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী ভুক্তভোগী পরিবারের।





Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget