ফেন্সিডিলসহ  কুখ্যাত মাদক কারবারি নুরইসলাম গ্রেফতার

রুবেল ইসলাম,রংপুর  

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী  এলাকায় অভিযান চালিয়ে ১৯১ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি নুরইসলামকে গ্রেফতার করেছে  থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ফেন্সিডিলসহআটক করা হয়।

মাদকসহ গ্রেফতার নুরইসলাম


৭ই ফ্রেবুয়ারী রাত পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শঠিবাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময়  নুর ইসলাম (৩০) নামে একজনকে আটক করে। সে দিনাজপুর জেলার বিরামপুর থানার পাথরহাট এলাকার গোলাম মোস্তফার ছেলে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়- গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ কৌশলে ফেন্সিডিল এনে শঠিবাড়ীসহ মিঠাপুকুর থানাধীন বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো।
 
মিঠাপুকুর উপজেলা অফিসার্স ইন-চার্জ জানায়-উপরোক্ত আসামীর  বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদক নিমূর্লে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।