রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচজন মাদককারবারি গ্রেফতার


রুবেল ইসলাম,রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা পুলিশ কর্তৃক ৭২৫ গ্রাম শুকনো গাঁজা এবং ৫০ পিস ইয়বা ট্যাবলেট উদ্ধারসহ  পাঁচ জন আসামী গ্রেফতার করা হয়েছে ।

গতকাল রবিবার মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন কামার পাড়া ঢাকা কোচ ষ্ট্যান্ডে অবস্থিত রংপুর জেলার মোটর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত ঢাকা কোচ ষ্ট্যান্ড টার্মিনাল উপ-কমিটি অফিসের সামনে পরস্পর যোগসাজসে ৭০০ গ্রাম শুকনো গাঁজা  বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে হেফাজতে রাখার অপরাধে তিন জন আসামীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামীরা হলেন-নিউ সেনপাড়ার মানু মিয়ার ছেলে তুহিন মিয়া (২৬),একই স্থানের নওয়াব আলীর ছেলে মাহফুজ আলম @ জনি (৩২),কামারপাড়া ঝাপের দিঘি এলাকার আব্দুস সালামের ছেলে সাব্বির হোসেন @ আবু (২৬) সর্ব থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর। কে আটক করা হয়।পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়। 

 রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন আমাশু কুকরুল পূর্বপাড়া গ্রামস্থ বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদ সংলগ্ন উত্তর পার্শ্বে পাকা রাস্তার মোড় থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আঃগণি মিয়ার পুত্র আব্দুর রহিম (৩৭)কে আটক করা।পরবর্তীতে এ সংক্রান্তে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়। 


রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ১ নং কল্যানী ইউপি এর ২নং ওয়ার্ডের ফতা দলপাড়া বিহারী রোডে জনৈক ফজর আলীর মুদির দোকানের সামনে থেকে ২৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ ফতা দলাপাড়া গ্রামেন রবিসান মিয়ার পুত্র সোহাগ মিয়া(২১)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়।