রংপুরে পেঁয়াজ ভর্ভি ট্রাক উল্টে খাদে পড়ে তিনজন নিহত
গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে বারোটার দিকে মিঠাপুকুর উপজেলার কাশিপুর এলাকার নুর আলমের চাতাল সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়ক এ দুর্ঘটনাটি ঘটে।
পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ামিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত ১২ জনের মধ্যে গুরুতর সাত জনকে রংপুুুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের কারো নাম পরিচয় জানা যায়নি।
মিঠাপুকুর ফায়ার সার্ভিস কর্ম কতা জানায়- পেঁয়াজ বোঝাই ট্রাকটি বাগেরহাট থেকে রংপুুুরের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে মিঠাপুকুরের ঢাকা-রংপুর মহাসড়কের কাশিপুরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
পরে সেখান থেকে গুরুত্বর আহত সাত জনকে রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকটিতে অন্তত ১২ জন যাত্রী ছিল। তাদের বাড়ি রংপুুুর সহ আশপাশে কাউনিয়া, গঙ্গাচড়া,হারাগাছ উপজেলায় হতে পারে বলে ধারণা করা হয়।
দুর্ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই চলে গেছেন বলে জানা গেছে।এ দুর্ঘটনায় নিহত মরদেহ রমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা যায়।