রংপুরে ভেজাল বিরোধী অভিযানে মেয়াদোত্তীর্ণ আটাসহ  গ্রেফতার-২

রংপুর অফিস
রংপুর মেট্রোপলিটন পুলিশ ও   নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  যৌথ অভিযানে  মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন পার্বতীপুর বউ বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ আটার বস্তা বোঝাইসহ একটি ট্রাক আটক করা হয় । এসময় রাশদ মিয়া ও জিয়াউর রহমান নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার দুপুড়ে  মেট্রো গোয়েন্দা বিভাগ  কার্যলয়ে প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয় ।গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ  জানতে পারে যে, রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানাধীন পার্বতীপুর এলাকা থেকে মেয়াদোত্তীর্ণ আটা একটি ট্রাকে বোঝাই করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে।তৎক্ষণিক রংপুর মেট্রোপলিটন পুলিশের  পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ  নির্দেশনায় গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান এর অপারেশন পরিকল্পনায় অপারেশন চালানো হয়।



 জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-রংপুরের যৌথ অভিযানে কোতয়ালী থানাধীন পার্বতীপুর বউ বাজার সংলগ্ন মেহগনি গাছবাগান নামক জায়গায় আটার বস্তা বোঝাই একটি ট্রাক আটক করা হয় (ট্রাকের রেজি নং- ঢাকা মেট্রো-ট-২২-৩২৭৬)। এরপর ট্রাকটি উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশী করে বিপুল পরিমানে মেয়াদোত্তীর্ণ আটার বস্তাসহ ট্রাকটি আটক করা হয় এবং আটার মালিক ০২ (দুই) জনকে আটক করা হয়। ট্রাক থেকে  প্রতিটি বস্তা নামিয়ে বস্তার মুখ খুলে যাচাই-বাছাই করে দেখা যায়, আটা গুলো মেয়াদোত্তীর্ণ। জব্দকৃত 'আটা'র কাগজপত্র যাচাই-বাছাই করে আরও দেখা যায়, নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক 'আটা'র অনুমোদিত ট্রেড লাইসেন্স জালিয়াতি করে অন্য নাম ব্যবহার করা হয়েছে।

জব্দকৃত মালামালের মধ্যে ২৭২ বস্তা আটা, প্রতি বস্তায় ৪০ কেজি করে মোট ওজন  ১০,৮৮০ কেজি এবং৬৫ বস্তা আটা, প্রতি বস্তায় ২০ টি প্যাকেট মোট প্যাকেট ১,৩০০ প্যাকেট টি, প্রতিটি প্যাকেটের ওজন ২ কেজি করে মোট ওজন ২,৬০০ কেজি। সর্বমোট ওজন ১৩,৪৮০ কেজি, মূল্য অনুমান- ৫,৫০,০০০/- টাকা।




এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক আটককৃত মেয়াদোত্তীর্ণ আটার বস্তাগুলো জব্দ করেন রংপুরের স্যানেটারী ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর এবং পরবর্তীতে তিনি বাদী হয়ে জব্দকৃত আলামত এবং আটককৃত আসামীসহ কোতয়ালী থানায় হাজির হয়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৯ ও ৩২(ক),৩২(ঘ) ধারায় আসামী দুই জনের নামে অভিযোগ করেন।আটককৃতরা হলেন রংপুর সিটির ১৭ নং ওয়ার্ডের পার্বতীপুর, মেহগনি গাছবাগান এলাকার   মৃত আনছার আলীর পুত্র রাশেদ মিয়া(৩৪) এবং একই এলাকার  পার্বতীপুর, ৩ নং চেক পোস্ট এর পার্শ্বেভগিবালাপাড়া রফিক সাহেবের বাসার ভাড়াটিয়া মৃত আঃ হামিদ এর পুত্র জিয়াউর রহমান (৪২)।


প্রাথমিক তদন্তে প্রেস ব্রিফিংয়ে আরোও জানানো হয়- জব্দকৃত আটাগুলো পুনঃ প্যাকেটজাত করে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাতকরণ, পুনঃ ব্যবহার, বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় সরবরাহ ও খাদ্য হিসেবে ব্যবহারের নিমিত্তে ট্রাকে করে পাঠানো হচ্ছিল।মেয়াদোত্তীর্ণ আটা মজুদ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও অবৈধভাবে ব্যবহারের সাথে জড়িত সকলকে তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় আনা হবে জানা ডিবি কমিশনার ।