07/18/21

 রংপুরে সড়ক দূঘটনায় নিহত-৬


রুবেল ইসলাম,রংপুর ।।

রংপুরর মিঠাপুকুরে দুই যাত্রীবাহি বাসের মুখামুখি সংঘর্ষে ড্রাইভার সহ ৬ জন নিহত হয়েছেন,আশংকাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছে ৫জন, আহত হয়েছেন অন্তত ৩৫ জন।পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। আহতদের হাসপাতে চিকিৎসা দেয়া হচ্ছে।


সকাল ৭টা৪৫ মিনিটে উপজেলার বলদীপুকুর এলাকায় ঢাকা থেকে রংপুরের দিকে আসা 'সেলফী এন্টারপ্রাইজের' সাথে বিপরীত দিক থেকে আসা 'জোয়ানা এন্টারপ্রাইজের' মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন পরে হাসপাতালে নেওয়ার সময় আরও ১জন মারা যান।এ ছারা আশংকাজনক অবস্থায় রমেকে চিকিৎসা নিচ্ছেন ৫জন, আহত হন প্রায় অন্তত ৩৫ জন।


স্থানীয় ও ভুক্তভোগী জানান, দ্রুত গতি এবং ড্রাইভার ঘুমানোর কারনেই হয়তো দূর্ঘটনাটি ঘটেছে দাবী করছেন । পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়।পুলিশ জানিয়েছে আহতদের সুচিকিৎসার পাশাপাশি নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।


মিঠাপুকুরে পানিতে ডুবে হাসান ও হোসাইন নামে জমজ শিশুর মৃত্যু


রুবেল ইসলাম,রংপুর
রংপুরের মিঠাপুকুরের কাফ্রিখাল ইউপির শ্যামপুর গ্রামে পানিতে ডুবে হাসান (৯) ও হোসাইন (৯) নামে জমজ শিশুর মৃত্যু । জমজ শিশু দুইটি ঐ গ্রামের রবিউল ইসলামের ।




রবিবার সকাল সাড়ে দশটার বাড়ির পাশে খালে পানি দেখতে গিয়ে এ ঘটনা ঘটে । এলাকাবাসী সূত্রে জানা যায়- খালে নৌকায় ঐ দুই শিশু খেলা করছিলো । গতকালও তারা সেই নৌকায় খেলাধুলা করেছে । কিন্তু আজ খেলা করতে গিয়ে হঠাৎ একভাই পড়ে গেলে তাকে তুলতে গিয়ে সেই ভাইয়েও পানিতে পাড়ে যায় । তারা দুজনে কেউ সাঁতার জানতো না ।

শিশু দুইটির পিতা রবিউল ইসলাম জানান- তিনি ঠাকুরগাঁও জেলায় একটি মার্কেটিং চাকুরী করেন।সেখানে সমগ্র পরিবারে থাকেন । করোনা কালীন সময়ে পুরো পরিবারসহ বাড়িতে অবস্থান করছেন । বাবার স্বপ্ন দুই সন্তানকে হাফেজ বানাবেন।
এ ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে ।

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget