রংপুরে সড়ক দূঘটনায় নিহত-৬
রংপুরে সড়ক দূঘটনায় নিহত-৬
রুবেল ইসলাম,রংপুর ।।
রংপুরর মিঠাপুকুরে দুই যাত্রীবাহি বাসের মুখামুখি সংঘর্ষে ড্রাইভার সহ ৬ জন নিহত হয়েছেন,আশংকাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছে ৫জন, আহত হয়েছেন অন্তত ৩৫ জন।পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। আহতদের হাসপাতে চিকিৎসা দেয়া হচ্ছে।
সকাল ৭টা৪৫ মিনিটে উপজেলার বলদীপুকুর এলাকায় ঢাকা থেকে রংপুরের দিকে আসা 'সেলফী এন্টারপ্রাইজের' সাথে বিপরীত দিক থেকে আসা 'জোয়ানা এন্টারপ্রাইজের' মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন পরে হাসপাতালে নেওয়ার সময় আরও ১জন মারা যান।এ ছারা আশংকাজনক অবস্থায় রমেকে চিকিৎসা নিচ্ছেন ৫জন, আহত হন প্রায় অন্তত ৩৫ জন।
স্থানীয় ও ভুক্তভোগী জানান, দ্রুত গতি এবং ড্রাইভার ঘুমানোর কারনেই হয়তো দূর্ঘটনাটি ঘটেছে দাবী করছেন । পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়।পুলিশ জানিয়েছে আহতদের সুচিকিৎসার পাশাপাশি নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।