মিঠাপুকুরে  কসমেটিকস দোকানদার কতৃর্ক কৌশলে প্রেম সম্পর্ক গড়ে  বিবাহের প্রলোভনে ধর্ষন


রুবেল ইসলাম, রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ষষ্ট শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষন ঘটনায় ধর্ষক দেলোয়ার হোসেন (২০)নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী ছাত্রী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর বাজারের কসমেটিকস দোকানদার দেলোয়ার হোসেন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর এক ছাত্রীর সাথে কৌশলে প্রেম সম্পর্ক গড়ে তাকে বিবাহের প্রলোভনে একাধিক বার ধর্ষনের অভিযোগ উঠেছে ।


এরপর ধর্ষক দেলোয়ার নানা টাল-বাহানায় ওই ছাত্রীকে এড়িয়ে চলতে থাকলে ওই ছাত্রী স্বজনদের কাছে ঘটনা ফাঁস করে দেয়। পরে ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা মিঠাপুকুর থানায় এ ব্যাপারে অভিযোগ করলে পুলিশ ধর্ষক দেলোয়ার হোসেনকে তাৎক্ষনিক গ্রেফতার করে।ধর্ষক দেলোয়ার হোসেন মিঠাপুকুর উপজেলার চানটারী গ্রামের তারিকুল ইসলামের পুত্র।


 এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী বালুয়ামাসিমপুর উচ্চ বিদ্যালয়ের রাস্তা থেকে ওই ধর্ষকের কসমেটিকস দোকান বন্ধ করে দেয়ার দাবীসহ ধর্ষক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তি দাবী করেছেন।