05/27/21

 কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার নজীর ?

 পীরগঞ্জে শেখ হাসিনার আমের বাগান ধ্বংসের পথে !


সরকার বেলায়েত (রংপুর) পীরগঞ্জ : রংপুরের পীরগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আম  বাগানের আমে অতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলে গাছের পাতাসহ আম পচন ধরে মাটিতে ঝরে পড়ছে। আমের বাগান তদারকীর দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষের অবহেলার কারণে এ বছরের ফসল প্রধানমন্ত্রীর শেখ হাসিনা তাঁর এই বাগানের আমের স্বাদ নিতে পারবেন কি না ? এ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।




  সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, উক্ত বাগানে অতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলে আমের উপর  সাদা দাগ পড়ে বোটা শুকিয়ে মাটিতে ঝরে পড়ছে। এছাড়া গাছের ডাল পালাসহ পাতা শুকিয়ে মাটিতে পড়ে যাচ্ছে। বাগান পরিদর্শনকালে বাগানটিতে অতি সম্প্রতি স্প্রে করা কয়েক প্রকারে কীটনাশকের বোতল ও পাউডারের খালি প্যাকেট চোখে পড়ে। শুকিয়ে যাওয়া গাছের ডাল পালা কেটে বাগানের এক পাশে স্তুপ করে রাখা হয়েছে। রংপুর-ঢাকা মহাসড়কের ঐতিহ্যবাহী আংরার ব্রীজ সংলগ্ন শেখ হাসিনার মোড় নামক স্থানে পৌরসভার ১নং ওয়ার্ড এ উজিরপুরে ২ একর ১৫ শতাংশ জমির উপর বারি আম- ৪ সহ হাঁড়ি ভাঙা ও লিচু মাতৃবাগান গড়ে তোলা হয়েছে। স্থানীয়রা জানান,গত সপ্তাহে বাগান তদারকীতে নিয়োজিত কর্তৃপক্ষ আম আহরনের পুর্বক্ষণে উক্ত বাগানে কীটনাশক স্প্রে করার পর থেকেই বাগানের স্বাভাবিক চিত্র পাল্টে যায়। তারা পাল্টা প্রশ্ন করে বলেন, প্রধানমন্ত্রীর আমের বাগান সরকারি লোকজন দেখাশুনা করে, তার পরেও যদি এ অবস্থা হয় ? তাহলে সাধারণ মানুষের আম বাগানের কি হবে ? বাগান পাহারাদার কাহে নিয়োজিত শাহাদত হোসেন বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার সংবাদ দিলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। এ বিষয়ে জিজ্ঞেস করা হলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর রংপুর বুড়িরহাটস্থ আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সস্টিটিউট  এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আশিষ কুমার সাহা বলেন-আমি রংপুর আলম নগরের ইনচার্জ কে দায়িত্ব দিয়েছি সে এখন বাগানটি দেখাশুনা  করছে। তিনি আরও বলেন- এ ব্যাপারে আমার কিছু করার নেই। রংপুর আলম নগর সরেজমিন গবেষণা বিভাগের ইনচার্জ আলমগীর হোসেন তালুকদারে সাথে ফোনে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি। বিগত বছরগুলোর তুলনায় এ বছর আমের বাম্পার ফলন হলেও ওই বাগানে চলতি মওসুমে পুরোপুরি লোকসান গুনতে হবে মর্মে স্থানীয়রা আশংকা করছেন। উল্লেখ ওই জমিটি বিগত ২০০০ইং সালে রংপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক ও ক্রীড়া  বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ক্রয় করেন।

 মিঠাপুকুরে শয়নকক্ষ থেকে গলাকাটা শিশুর লাশ উদ্ধার


রুবেল ইসলাম,রংপুর

রংপুরের মিঠাপুকুরে দশ বছরের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে রাজা মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই রাজা মিয়া পলাতক রয়েছে বলে জানান এলাকাবাসী। 


বৃহস্পতিবার সকালে মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর এলাকার অভিযুক্ত ফুপাতো ভাই রাজা মিয়ার খাটের নিচে থেকে তৃতীয় শ্রেণীর শিশু রহিমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। 



পরিবারের সদস্যরা জানান, গতকাল দুপুর থেকে বাড়িতে রহিমাকে না দেখে অনেক খোজাখুজি করেন তারা। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী রাজা মিয়ার খাটের নিচে মেয়ে শিশুটির মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে রহিমার গলাকারা মরদেহ উদ্ধার করেন তারা।


 পরিবারের সদস্যদের অভিযোগ-রহিমাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে নিজের খাটের নিচে পুতে রেখে পালিয়ে যায় রাজা মিয়া। তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানায় স্বজনরা।

 

  ডি-সার্কেল সিনিয়র এএসপি কামরুজ্জামান জানান-রাজা মিয়ার খাটের নিচে থেকে রহিমার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে রহিমাকে গলা কেটে হত্যা করা হয়েছে।  তবে কেন হত্যা করা হয়েছে তা তদন্তের পর জানা যাবে বলেও তিনি। 



বাংলাদেশ  মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সাধারন সম্পাদক ও সদর দপ্ততের বিশেষ দায়িত্বপ্রাপ্ত রংপুর অঞ্চলের প্রতিনিধি আশিকুর রহমান বলেন- সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সমাজে নানাবিধ অপকর্ম সংগঠিত হচ্ছে। এই অঞ্চলের বেশিরভাগ যুবকই মাদকসক্ত যার কারণে এই শিশু বাচ্চাটিকে বলি হতে হলো।যদি দ্রুত মুল্যবোধ সৃষ্টি করা না হয় তাহলে এহেন ঘটনা অহরহ ঘটবে। বিট-পুলিশের সদস্যদের উদেশ্যে তিনি আরও বলেন- তাদের সতর্ক ভূমিকা রাখতে হবে, গ্রামের মানুষদের সচেতন করতে তাদের উঠান বৈঠকের তাগিদ দেন এই মানবাধিকারকর্মী।

 মিঠাপুকুরে অগ্নিকান্ডের ঘটনায় ৩টি গরুসহ দু’টি ঘর পুড়ে গেছে


নিজস্ব সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর নুরপুরে অগ্নিকান্ডের ঘটনায় এক কৃষক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ ঘটনায় ৩টি গরুসহ দু’টি ঘর পুড়ে গেছে।
স্থানীয়রা জানায় বুধবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাণীপুকুর ইউনিয়নের দৌলত নুরপুর গ্রামের কৃষক নুর ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ির একটি গোয়াল ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের ঘরে। খবর পেয়ে শঠিবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনলে আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় আশ-পাশের বেশ কয়েকটি ঘর।
এদিকে, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই গোয়াল ঘরে থাকা ৩টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। একটি বাইসাইকেল ও একটি স্যালো মেশিনসহ ভস্মিভূত হয় দুটি ঘর। এ ঘটনায় দুই লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক নুর ইসলাম।
মিঠাপুকুর থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শঠিবাড়ি ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো: সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন কিভাবে লাগলো তা জানা যায়নি। তবে, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget