Latest Post

 

চাঞ্চল্যকর স্কুল ছাত্রী মোসলেমা হত্যার রহস্য উদঘাটন

মিঠাপুকুরে গর্ভের সন্তান নষ্ট না করায় প্রেমিকাকে হত্যা করেছে প্রেমিক

 

রুবেল ইসলাম,রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলার চাঞ্চল্যকর স্কুল ছাত্রী মোসলেমা খাতুন(১৫) নামের দশম শ্রেণির একজন ছাত্রীর হত্যার মূল তথ্য উদঘাটন করেছে পুলিশ।একইসাথে ১২ ঘন্টার মধ্যেই হত্যাকারী গ্রেফতার  করেন।ঘটনার মূল সত্যতা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন সেই আসামী

মিঠাপুকুরে গর্ভের সন্তান নষ্ট না করায় প্রেমিকাকে হত্যা করেছে প্রেমিক
মোসলেমা হত্যা মামলায় প্রেমিক চাচাতো ভাই নাহিদ


গত শনিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাংনি ইউনিয়নের বাউরাকোট গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মোসলেমা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মিঠাপুকুর থানা পুলিশলাশ উদ্ধার করে রংপুর মেডিকেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়।মৃত্যু মোসলেমা ওই গ্রামের মোতালেব মিয়ার মেয়ে সে খুব মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতোপরিবারে দুই ভাই বোনের মধ্যে সে ছোট ছিলো

বাবার ভাষ্যমতে বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে মোসলেমা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায় না কোন সন্ধান পায়নিএ ঘটনায় শনিবার বিকেলে তিনদিন পর মোসলেমার বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে হঠাৎ গন্ধ ভেসে আসে গন্ধের সূত্র ধরে ক্ষেতের মাঝখানে গিয়ে স্থানীয়রা মোসলেমার অর্ধগলিত মরদেহ দেখতে পান পরে মিঠাপুকুর থানা পুলিশসহ পিবিআই এবং সিআইডি ঘটনাস্থলে আসেন এবং মরদেহ উদ্ধার করেন

মিঠাপুকুরে গর্ভের সন্তান নষ্ট না করায় প্রেমিকাকে হত্যা করেছে প্রেমিক
ডিবি পুলিশের কাছে হাতকড়া পড়া অবস্থায় নাহিদ


 বিভিন্ন স্থানীয় ও জাতীয় ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এ ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া সবাই এই ঘটনায় জড়িত হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে

 মোসলেমার  বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করে মামলা নং-৩৮, তাং-২৫.০৪.২০২১ ইং, ধারা-৩০২/২০১/৩৪ দন্ড বিধি

 মিঠাপুকুর থানা পুলিশ কোন প্রকার সময়ক্ষেপন না করে তদন্তে নেমে পড়েন লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যেই বিশেষ অভিযান পরিচালনা করে রাত ০২.৪৫ মিনিটে হত্যাকারী নাহিদ হাসান (২২) নামে একজনকে গ্রেফতার করেন ।সে মিঠাপুকুর থানার একই ইউনিয়নের  দলসিংহপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে বলে জানায় পুলিশ।

রংপুরের ডি-সার্কেল এএসপি কামরুজ্জামান বলেন-  প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ তাদের জানায়-  মোসলেমা তার চাচাতো বোন হয় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক প্রায়ে এক বছরের তার সাথে একাধিকবার দৈহিক মিলন হয় সর্বশেষ তারা ডিসেম্বর মাসে শারীরিক সর্ম্পক করেন এরপর নাহিদ দিনাজপুরে চাকুরীতে চলে যায় ঘটনার ১৫ দিন আগে জানায় মোসলেমা ফোনে নাহিদকে জানায়- সে প্রেগন্যান্ট! কিন্তু এ কথা শোনার পর নাহিদ তা অস্বীকার করে এতে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়

ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক রাত সাড়ে নয়টায় মোসলেমা নাহিদকে ফোন দিয়ে তার কাছে আসতে বলে কিন্তু নাহিদ আসতে চায় না মোসলেমা বার বার তার সাথে দেখা করতে চাইলে অবশেষে  সে দেখা করত বাধ্য হয় তারা ভুট্টা ক্ষেতে গিয়ে দেখা করে এবং মোসলেমা তার পেটের বাচ্চা রাখতে চায় এবং এর জন্য ব্যবস্থা করতে বলে কিন্তু নাহিদ তা মানতে নারাজ সে যেকোন ভাবে বাচ্চা নষ্ট করতে বলে এর এক পর্যায়ে নাহিদ রেগে গিয়ে তাকে ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে গলায় ওড়না পেচিয়ে মেরে ফেলে এরপর সে বাসায় চলে আসে এবং স্বাভাবিক জীবন যাপন করতে থাকে

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে প্রাথমিকভাবে বিজ্ঞ আদালতে তার স্বীকারোক্তিমুলক জবানবন্দি লিপিবদ্ধ করে জেল হাজতে প্রেরণ করেন

 পবিত্র মাহে রমজানে অসচ্ছল, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও সাহরি দিচ্ছে - সেচ্ছাসেবকলীগ

রাফাত হোসেন বাঁধন, রংপুর করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রংপুুুরের বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে প্রতিদিন বিকেলে ও মধ্যরাতে এসব খাবার বিতরণ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাসুদ পারভেজ বলেন, লকডাউনে খেটে খাওয়া মানুষ কষ্টে দিন -রাত যাপন করছেন। রমজানে তাদের কষ্ট লাঘবে রংপুর জেলা সেচ্ছাসেবকলীগ ইফতার, সাহরির খাবার নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে।প্রায় প্রতিদিন ১৫০টি খাবার প্যাকেট বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সবসময় অসচ্ছল মানুষের পাশে ছিলাম এবং থাকব।

অসহায়দের মাঝে ইফতার সামগ্রী

শুক্রবার (২৩ এপ্রিল) ও আজ রবিবার বিকেলে রংপুর নগরের বঙ্গবন্ধু চত্বর ,ধাপ লালকুঠির মোড়, স্টেশন রোড, কলেজ রোডসহ বিভিন্ন এলাকার অসচ্ছলদের মাঝে ইফতার বিতরণ করা হয়। রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলামের দিক নির্দেশনায় এতে নেতৃত্ব দেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাসুদ পারভেজ । সাংগঠনিক সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস , ডাঃ মোস্তাফিজুর রহমান (পাভেল) , যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম খান রবিন, মোঃ গাউসুল ইসলাম, মোঃ সোহেল রানা সাদ্দাম , মোঃ সাজিদুল ইসলাম শিমুলসহ সংগঠনটির সদস্য ও নেতাকর্মীরা। এছাড়া আত্মমানবতার সেবায় সার্বিক সহযোগীতায় নিয়োজিত আছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু পাঠাগার ছাএফেডারেশনের মহানগর সহ সভাপতি মিজানুর রহমান মির্জা।

রাতের আধারে খাবার নিয়ে হাজির 

প্রতি বছরের মতো এবারও রমজানের প্রথম দিন থেকে রংপুর জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে ইফতার ও সাহরি বিতরণ করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ।

 "জমিজমা নিয়ে দ্বন্দের জের"

রংপুরের আওয়ামীলীগ সভানেত্রীকে মারপিট, বাড়িঘর ভাংচুরসহ লুটপাট
নিজস্ব সংবাদদাতা, রংপুরঃ
রংপুর সদরের জানকি ধাপেরহাটে রংপুর জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও সদ্যপুস্করিনী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেজিনা বেগম ও তার ভাগ্নেকে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে মারপিট, বাড়িঘর, দোকাপাট ভাংচুরসহ স্বর্ণালোংকার ও টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে রেজিনা বেগমকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা মেরে দেয়ার অভিযোগ উঠেছে।


রংপুর সদর কোতয়ালি থানায় দায়ের কৃত অভিযোগ সুত্রে জানাযায়, ঘটনারদিন গত সোমবার আনুমানিক বিকেল ৫ টায় পারিবারিক জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে রেজিনা বেগমের ফুফাত ভাই জানকি ধাপেরহাট গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে হামিদুর রহমান, হাফিজুর রহমান ও হাজ্জাজুর মিয়া তাদের চত্ত্বরেই থাকা বোন মোছাঃ রেজিনা খাতুনের ঘরে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুমকী দেন। এতে তিনি প্রতিবাদ করলে তিন ফুফাত ভাই মিলে রেজিনা বেগম(৫৫) কে বেদম প্রহার করে। একপর্যায় রেজিনা বেগম মাঠিতে লুঠিয়ে পড়লে তাকে টানা হেচড়া করে শ্লীলতাহানিসহ গলা থেকে একটি স্বর্ণের চেইন, বিছানার নিচে থাকা ৬০ হাজার টাকা লুট করে। এসময় রেজিনার বেগমের আত্নচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ধাপেরহাট ও বাজারে ডাক্তারের চেম্বারে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভাগ্নে ফজলে রাব্বীর সার ও কীটনাশকের দোকানে অবস্থানকালে একটুপর হাজ্জাজুর গং আবারো দেশীয় অস্ত্রে- সস্ত্রে সজ্জিত হয়ে বাজারে প্রবেশ করে ভাগ্নে রাব্বির দোকানে হামলা চালায়। এসময় রাব্বির ক্যাশ বাক্স থেকে হাজ্জাজুর গং ফিল্মী স্টাইলে ২ লাখ ৫২ হাজার টাকা ছিনতাই করে। পরে ব্যবসায়ীরা এগিয়ে আসলে হাজ্জাজুর গং বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকী প্রদর্শন করে বীরদর্পে চলে যায়।

বর্তমানে রংপুর জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও সদ্যপুস্করিনী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অসহায় রেজিনা বেগম, তার ভাগ্নে রাব্বিসহ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। রেজিনা বেগম ভয়ে বাড়িতেও ফিরতে পারছেননা।

এ ব্যাপারে রংপুর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করলে এসআই জাহাঙ্গীর আলম আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে চলে আসেন।
এ বিষয়ে ভুক্তভোগী রংপুর জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও সদ্যপুস্করিনী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেজিনা বেগম রংপুর জেলা মানবিক পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 মিঠাপুকুরে চায়না লেবু চাষ করে স্বাবলম্বী হতে চায়

 আদিবাসী কৃষকের পরিবার

বাবুলাল মার্ডি,মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৬নং মির্র্জাপুর ইউনিয়নের ভগবতীপুর মধ্যপাড়ার গ্রামের এক আদিবাসী কৃষক চায়না লেবু চাষ করে স্বাবলম্বী হতে চায় শ্রী সুভাষ চন্দ্র উড়াও এর পরিবার। 



গতকাল সোমবার সরেজমিনে বাগানে ও পুকুরে গিয়ে জানা যায়, তার নিজস্ব জমিতে চায়না লেবু বাগান রয়েছে। এই গণমাধ্যম কর্মী ঐ আদিবাসী কৃষক পরিবারের কাছে চায়না লেবুর বাগান, মাছ ও ধান, সবজী  চাষ সম্পর্কে জানতে চাওয়া হলে শ্রী সুভাষ চন্দ্র উড়াও এ গণমাধ্যম কর্মীকে জানান, আমি ঐ জমিতে আগে বেগুন চাষ করে আসছিলাম কিন্তু স্থানীয় গ্রামের এক কৃষক মনজুরুল ইসলাম তার নিজস্ব জমিতে চায়না লেবুর একটি বাগান ছিল । আর সেই বাগান থেকে চায়না লেবুর চারাও বিক্রয় করা হতো। তবে প্রতিটি চায়না লেবুর চারার মূল্য ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রয় করত। সেই মনজুরুল ইসলাম ঐ আদিবাসী কৃষক পরিবারে যাতে করে চায়না লেবু চাষ করে স্বাবলম্বী হতে পারে ঐ বিষয়ে সর্বদায় পরামর্শ দিয়ে থাকেন। আমি তার পরামর্শ অনুযায়ী আমার নিজস্ব জমিতে চায়না লেবু চারা রোপণ করি। রোপনকৃত বাগানের জমির পরিমান ৫৮ শতক জমিতে ২‘শ ৫০টি চায়না লেবু চারা রোপন করা হয়েছে। লেবুর বাগান থেকে প্রতি সপ্তাহে  ৫ হাজার থেকে ৬ হাজার টি লেবু তুলে রংপুরে বিক্রয় করেন তিনি এবং সেখান থেকে প্রতি সপ্তাহে আয় হয় ১০ হাজার টাকা থেকে ১১ হাজার টাকা পর্যন্ত। প্রতি সপ্তাহে তেলার সময় ২ থেকে ৩ জন কৃষক এবং প্রতি ২ থেকে ৩ মাস পরপর ১০ থেকে ১২ জন কৃষক লেবুর বাগানে কর্ম ব্যস্ত কিষাণ-কিষাণীরা ১দিন খাওয়া-দাওয়াসহ পারিশ্রমিক পাচ্ছেন ২’শ ৫০ থেকে ৩ শত টাকা করে। শ্রী সুভাষ চন্দ্র উড়াও আরো জানান, আমার নিজস্ব জমিতে চায়না লেবুর চারা রোপন করা করি । পরে উপজেলা সমবায় কার্যালয়ের আওতায় ৪০ জন উপকারভোগী সদস্যদেরকে নিয়োগ করে ভগবতীপুর ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠির জীবন যাত্রা উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর নামকরন করে সভাপতি হিসেবে আমি  নিযুক্ত হয়ে সংগঠন পরিচালনা করিতেছি। উপজেলা সমবায় কার্যালয়ের পরার্মশ ক্রমে আমি রংপুর জেলা সমবায় অধিদপ্তরে সহযোগিতায় মৎস চাষের উপর প্রশিক্ষণ গ্রহন করি। প্রশিক্ষণ থেকে এসে সংগঠনের সদস্যদের নিয়ে মিটিং করে প্রশিক্ষনের বিষয়গুলো সকল সদস্যদেরকে জানানো হলো। সংগঠনের আয় কিভাবে বাড়ানো যায় তার উদ্যোগ গ্রহন করি এবং সমবায়ের আওতায় আমার বাড়ী,আমার খামার (৪র্থ সংশোধীত)প্রকল্প থেকে ঋণ গ্রহন করে ৬.৫০ (সাড়ে ছয় )একর জমিতে পুকুর লিজ নিয়ে ধান,মাছ ও পুকুরের পাড় দিয়ে সবজীর বাগান করি। নিজস্ব লেবুর বাগান থেকে ও সংগঠনের  উদ্যোগে যে ধান,মাছ ও পুকুরের পাড় দিয়ে সবজীর চাষ করে সংগঠনের সকল উপকারভাগী সদস্য’রা ও আমার পরিবার স্বাবলম্বী হয়ে ভবিষৎতের স্বপ্ন বাস্তবায়ন করে সুন্দর জীবন যাপন ও উন্নয়নের ছোয়াঁ নেমে আসবে বলে আমি আশা করি। তিনি আরো জানান,আমার জমির পাশে আমার ভাই রবিন চন্দ্র উড়াও এর পরিবারে উন্নয়নের নিমিত্তে ও ভবিষৎতে সুন্দর জীবন করার  জন্য তিনিও  ৫৮ শতক জমিতে একই পরিমান চায়না লেবুর চারা রোপন করেন ।### 


Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget