মিঠাপুকুরে চড় মেরেই ক্ষান্ত না,বাগানসহ গাড়িতে আগুন! ৩০লাখের বেশি ক্ষয়ক্ষতি
মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় পূর্ব শত্রæতার জের ধরে বাগানের তত্ত¡াবধায়কে চড় মেরেই ক্ষান্ত না হয়ে বাগানসহ গাড়িতে আগুন দেওয়া ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাগানের সুপারিগাছ কেটে ফেলা,বসবাসের ঘর,ফ্যান ও গ্যাসের চুলা ভাংচুর এবং গাড়িতে থাকা নগদ নয় লক্ষ টাকা,গাড়ি(ঢাকা মেট্রো-গ ১৭৪৬৮১) ও জমির কাগজপত্র পুড়িয়ে ৩০ লক্ষাধিকের বেশি ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ভুক্তভোগী।
ঘটনাটি ঘটেছে- গত ৫ই আগস্ট রাত আনুমানিক সাড়ে নয়টায় উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মহদীপুর গ্রামের মাহাবুবার রহমান হাজীর বাগান বাড়িতে। পাশ্ববর্তী পিরোজপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে মাহাবুর রহমান ব্যবসায়িক কারণে পরিবারসহ ঢাকার মিরপুরে বসবাস করেন। ব্যবসায়িক ও বিনোদন প্রেমী চিন্তা থেকে নিজ জন্মভূমিতে তিনি বাসা বাড়ি ও কমিউনিটি সেন্টার নির্মাণ কাজ শুরু করেন ১০বিঘা জমিতে।
সরেজমিনে তথ্য সংগ্রহে জানা যায়- মাহাবুবার রহমানের সাথে একই এলাকার স্থানীয় বাসিন্দা সম্পর্কে ভাতিজা সাবেক সেনাবাহিনীর সাজেন্ট বদিউজ্জোহা মাহামুদ বদরুর সাথে নিবিড় সম্পর্ক বিদ্যমান ছিলো। ঘটনার দিন জায়গীর-মিয়ারহাট সড়কের দক্ষিণে গ্রামীণ রাস্তার মেঠোপথের মোড়ে তর্কবির্তক হলে হঠাৎ চড়াও হয়ে বাগানের তত্ত¡াবধায়ক মাজেদুল ইসলামের গালে চড় মারেন। চড় মেরেই অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যান এতেই ক্ষান্ত না হয়ে হামলা করেন। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলা জানা যায়-হঠাৎ আগুন দেখে হতবাক তারা।কি কারনে আগুন দেওয়া হয়েছে সে বিষয়ে তারা অবগত নন।
মাজেদুল ইসলামের বলেন- দুপুরে তাকে চড়াও হয়ে স্থানীয়দের সামনে চড় মাড়েন বদরু পওে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে যখন বাগানে তার মনিবসহ বসে আলাপ করছিলেন ঠিক সেই সময় বাগানের ঘরের বাইরে থাকা গাড়িতে ভাংচুর ও আগুনের লেলিহান শিখা দেখতে পান।
ভুক্তভোগী মাহাবুব হাজী জানান-পরিকল্পিতভাবে বাগানের প্রবেশদ্বারের কাটা তার কেটে ১৫-২০ জন ভেতরে প্রবেশ করেন দুর্বৃত্তরা।এসময় তার নির্মাধীন বাসাবাড়ি ও কমিউনিটি সেন্টারে হামলা ও ভাংচুর করেন।এসময় বদরু তার ঘরে প্রবেশ করে তাকে বাইরে বের হওয়ার নিষেধ করেন এবং তার গায়ে যাতে কেউ হাত না দেয় সেই বিষয়ে অবগত করেন।মাহাবুব হাজী জোড়ালো দাবী দিয়ে বলেন- বদরু নাটকীয়ভাবে তাকে সেভ করার চেষ্টা করছেন আর দুর্বৃত্তরা তাকে মারার জন্য চেষ্টা করেন। মূলত বদরুই এইসব দুষ্কৃতিকারীদের নিয়ে এসে ভাংচুর চালিয়েছেন।
বদরু জানান-কে বা কাহারা মাহাবুব চাচার বাগান বাড়িতে হামলা করছেন তাদের তিনি চিনেন না বরং তিনি চিৎকারের শব্দ শুনে সেখানে গিয়ে সন্ত্রাসীদের আঘাতের হাত থেকে তাকে উদ্ধার করে তার বাসায় নিয়ে আসেন। সেখানে প্রাথমিকভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।তার সাথে কোন পূর্ব শত্রæতা নেই এবং নিবিড় সম্পর্কের কথা স্বীকার করেন।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন-ঘটনা সংক্রান্ত বিষয়ে তিনি অবগত আছেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Post a Comment