রংপুর সদর উপজেলার "সদ্যপুস্করিণী ইউনিয়নে " বাংলাদেশ মহিলা অনুর্ধ-১৯ জাতীয় ফুটবল টিমের খেলোয়ার লাবনী আক্তারের পরিবারের উপর হামলা হয়েছে। এ ঘটনায় লাবনীর বাবা আহত এবং ভাইকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদ্যপুস্করিণী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জয়রাম গ্রামে পূর্বশত্রুতার জের ধরে অনুর্ধ ১৯ মহিলা জাতীয় ফুটবল টিমের খেলোয়ার লাবনী আক্তারের পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে । এ সময় প্রতিপক্ষের আলামিন, আলমগীর গং ও তার লোকজনের হামলায় লাবনীর বাবা বাবু মিয়া (৬০) ও ভাই রাকিবুল ইসলাম(২১)সহ লাবনি গুরুত্বর আহত হয়।
ঘটনাটি ঘটছে গতকাল সকাল ১১টায় তার নিজ এলাকার বাড়ির সামনে ঘটে। পরে এলাকাবাসির সহোযোগীতায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলজে হাসপাতালের ৪ তলার ১৫ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
বর্তমানে মহিলা জাতীয় ফুটবল টিমের খেলোয়ার লাবনী আক্তারের বাবা ও ভাইয়ের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছনে বিভিন্ন গোয়ন্দো সংস্থার লোকজন ।
এলাকার সাধারণ ও সচেতন সমাজ হামলার ঘটনাটি সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত কল্পে রংপুরের মানবিক পুলিশ সুপার মহোদয় এর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Post a Comment