রংপুর শ্যামপুরে চিনিকল বন্ধের প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত

 শ্যামপুরে চিনিকল বন্ধের প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত খন্দকার মিলন স্টাফ রিপোর্টার

 চিনিকল বন্ধের প্রতিবাদে হরতাল ও বিক্ষোভ সমাবেশ করেছেন কারখানার শ্রমিক, কর্মচারী ও আখ চাষীরা রংপুরের শ্যামপুর চিনিকলসহ দেশের ছয়টি চিনিকল বন্ধের প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করছে মিলের শ্রমিক, কর্মচারী ও আখ চাষীরা। আজ বুধবার সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুর চিনিকল এলাকায় এ হরতাল কর্মসূচি পালিত হয়। আখ চাষী ও চিনিকলে কর্মরত কর্মচারী ও শ্রমিকরা সকাল থেকে চিনিকলের সামনের ফটকে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে আখ মাড়াই কার্যক্রম চালুসহ বন্ধ করে দেওয়া ছয়টি চিনিকল খুলে দেওয়ার দাবি জানানো হয়। এ সময় হরতালের প্রতি সমর্থন জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরাও তাদের দোকানপাট বন্ধ রাখেন। এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শ্যামপুর চিনিকল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সমাবেশে আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর জানান, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে চিনিকলগুলোকে বন্ধ করে দেয়ার পাঁয়তারা করা হচ্ছে। শ্যামপুর চিনিকলের সাতশ থেকে আটশ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী, ১২ হাজার আখ চাষীসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় দেড় লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

শ্যামপুরে চিনিকল বন্ধের প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত
 শ্যামপুরে চিনিকল বন্ধের প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত করছেন শ্রমিকরা

শ্যামপুর চিনিকল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন বলেন, ‘১৫ টি চিনিকলের মধ্যে নয়টি চিনিকল চালু করলেও এখনো ছয়টি চিনিকল বন্ধ রয়েছে। এর মধ্যে শ্যামপুর চিনিকল একটি। অবিলম্বে এই চিনিকল চালু করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবি মেনে নিতে হবে।’ দাবি মেনে না নেওয়া হলে রেলপথ, রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর দেশের ১৫টি চিনিকলের মধ্যে ছয়টি চিনিকলে আখমাড়াই বন্ধ রেখে ৯ টি চিনিকলে আখ মাড়াই চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget