রংপুরে যুব ফোরামের সাথে লালতীরের মতবিনিময় ও চুক্তিস্থাপন
চুক্তিস্থাপন করছেন রুবেল ইসলাম |
রংপুুরের মিঠাপুকুর উপজেলায় আরডিআরএস বাংলাদেশ এর এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্ট এর সহযোগিতায় তিনটি ইউনিয়নের যুবদের সাথে লাল তীর বীজ বিপননের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রংপুরে যুব ফোরামের সাথে লালতীরের মতবিনিময় ও চুক্তিস্থাপন |
সোমবার সকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের বউ বাজার লতিবপুর যুব ফোরামরে সামনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন লীল তীর সীডের রংপুর বিভাগীয় কর্মকর্তা হোসেন আলী,রংপুর জেলা কর্মকর্তা মেহেদী হাসান ও ইওয়াইডবিøউ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক চন্দ্র সহ অন্যান্যরা। যুব হাব সেন্টার থেকে বীজ বিপনন জন্য রানীপুকুর যুব ফোরাম সভাপতি শাহাজাদা খান,লতিবপুর যুব ফোরাম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ও কাফ্রিখাল যুব ফোরাম সভাপতি রুবেল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
Post a Comment