রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী গ্রেফতার

 রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন কর্মপরিকল্পনায় মহানগরীর কোতয়ালী থানার পৃথক পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গতকাল রোববার এই সব আসামীকে  ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ  আসামী গ্রেফতার করা হয়েছে।



ঘটনা-১ঃ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোতালেব হোসেন এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ গোলাম মোর্শেদ সঙ্গীয় অফিসার এসআই নিরস্ত্র মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ শাহাদুল হোসেন এবং অন্যান্য ফোর্সের সহায়তায় আরপিএমপি  কোতয়ালী থানার ২০ নং ওয়ার্ডস্থ মুলাটোল  এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে উক্ত থানাধীন রংপুর মুলাটোল এলাকায় জনৈক মোছাঃ সালেহা বেগম এর  তিনতলা বাসায় ধৃত আসামী মোঃ কাজী কামাল উদ্দিন(৬০) এর ভাড়া নেওয়া বাসার ভিতরে অভিযান পরিচালনা করে ধৃত আসামীর শয়নক্ষে তার হেফাজত হতে তার ডান হাতে থাকা একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে নীল রংয়ের জিপার যুক্ত বায়ুরোধক পলিথিনের ভিতরে মোড়ানো অবস্থায় হালকা গোলাপী রংয়ের ৪০০(চারশত) পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। 



গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ কাজী কামাল উদ্দিন (৬০), পিতা-মৃত আব্দুল হক, মাতা-মালেকা খাতুন, সাং-মুলাটোল ওয়ার্ড নং-২০ থানা-কোতয়ালী, মহানগর, রংপুর।
                                                                                                                                                    
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।


ঘটনা-২ঃ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্তে এসআই (নিরস্ত্র) মোঃ  নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) গোলাম মোর্শেদ, এএসআই(নিঃ) মোঃ শাহাদুল হোসেন এবং অন্যান্য ফোর্সের সহায়তায় আরপিএমপি কোতয়ালী থানার ১৪ নং ওয়ার্ডস্থ দেওডোবা এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে উক্ত থানাধীন রংপুর দেওডোবা ডাংগিরপার এলাকায় জনৈক প্রফেসর মোঃ আঃ হালিম (৬৫) এর ভাড়াদেওয়া নীচতলা উত্তর পুর্ব কর্নারে রুমে ধৃত আসামী মোঃ রাসেল এর ভাড়া নেওয়া বাসার ভিতরে অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। 



    গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ রাসেল বাবৃু (২৪), পিতা-মোঃ আফজাল হোসেন, মাতা-মোছাঃ তহমিনা বেগম, সাং-লালদিঘি সোনার পাড়া, (জব্বার মাস্টার এর বাড়ীর পার্শ্বে) ইউনিয়ন-০৬ নং রাধানগর থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর; বর্তমানে-  ১৪ নং ওয়ার্ডস্থ দেওডোবা ডাংগিরপাড়,(চাইল্ড কেয়ার কিন্টার গার্ডেন স্কুল সংলগ্ন) জনৈক প্রফেসর মোঃ আঃ হালিম, (৬৫), পিতা-মৃত-সুলতান আহম্মেদ এর ৩তলা ভবনের নিচ তলা (উত্তর পুর্ব কর্নারের রুমের ভারাটিয়া), থানা-কোতয়ালী মহানগর রংপুর।
                                                                                                                                                    
    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।




Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget