রংপুরে নিউ জামাল মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা

 রংপুর নগরীর নিউ জামাল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডে ১৫টি দোকানের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকানদারা জানিয়েছেন।


পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে।



মার্কেট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন  জানান, মার্কেটে প্রায় সকলেই কাপড় ব্যবসায়ী। মঙ্গলবার সকাল ৬টার দিকে মার্কেটে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। অগ্নিকাণ্ডে মার্কেটের দুই লাইনের ১৫টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ঊর্ধ্বে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, খবর পেয়ে প্রথমে দশটি ইউনিট এবং পরে আরো দুইটি ইউনিটসহ মোট ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত নন তারা।


Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget