মিঠাপুকুরের জল,স্থল অন্তরীক্ষে আশিকুর রহমানের ভূমিকা অনশীকার্য-রাশেক রহমান

 

মিঠাপুকুরের জল,স্থল অন্তরীক্ষে আশিকুর রহমানের ভূমিকা অনশীকার্য-রাশেক রহমান

রুবেল ইসলাম,রংপুর অফিস

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার প্রকাশনা উপকমিটির সদস্য এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান।ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মিঠাপুকুরের জল,স্থল অন্তরীক্ষে  আশিকুর রহমানের ভূমিকা অনশীকার্য-রাশেক রহমান
মৃখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখছেন তারুণ্যের অহংকার রাশেক রহমান

 

 

শনিবার(২০শে মার্চ)বিকেলে ভিত্তি প্রস্তর স্থাপন শেষে ইউনিয়ন আওয়ামীলীগের সৌজন্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য,জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি মিঠাপুকুর- আসনের বারবার নির্বাচিত সাংসদ এইচ এন আশিকুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভার্চুয়ালে আশিকুর রহমানের সহধর্মিণী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ এর সদস্য , রংপুর ইউনিটের সহ-সভাপতি এবং লাবণ্য প্রকল্পের প্রধান সমন্বয়ক রেহেনা আশিকুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া,নির্বাহী প্রকৌশলী স্বাস্থ্য অধিদপ্তর রংপুরের মনি কুমার শর্মা,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী সেলিম সরকারসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।

প্রধান আলোচকের আলোচনায় রাশেক রহমান প্রথমে তার ১০ বছরের একমাত্র কন্যা অসুস্থতার কারণে ঢাকার ইউনাইটেড হাসাপাতালে ভর্তি থাকার কারণে তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।পাশাপাশি তিনি গত বৃহস্পতিবার যখন তার মেয়েকে হাসপাতালে ভর্তি করার কথা উল্লেখ করে বলেন-ডাক্তাররা তাদের কাজ করবে,তিনি বাবা হিসাবে তার কাজ করবেন এবং তার মা মা হিসাবে মায়ের কাজ করবেন বলে জানান।সেই সময় হাসপাতালে বসে তার মনে হয়েছে কিছু সাদাকা বা ভালো কাজ করা প্রয়োজন এরি ধারাবাহিকতায় তিনি তার বাবার পক্ষ থেকে এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করার জন্য আসেন বলে জনগণকে অবগত করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন-পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়ে কোন সন্তান যখন ভালো ফলাফল করে সেই মেধাবী সন্তানের হাত ধরে অনুভব করা যায়-তার মেধা?তার পুষ্টি? তার বুদ্ধিমত্তার পিছনেও আশিকুর রহমানের হাত রয়েছে।পুষ্টি প্রকল্প থেকে শুরু করে ঘরে ঘরে ফলজ বৃক্ষ অথবা লাবণ্য প্রকল্পের কথাই যদি বলা হয় তাহলে সব জায়গায় আশিকুর রহমানের অবদান বিচরণ।এ সময় ছোট বেলায় রচনার বইয়ে পড়া একটি বাক্যের কথা উল্লেখ করেন।তিনি বলেন-“জল,স্থল অন্তরীক্ষে সচত সঞ্চাচরণ”তেমনি মিঠাপুকুরেও অন্তরীক্ষ আছে? আর মিঠাপুকুরের জল,স্থল অন্তরীক্ষে আশিকুর রহমানের ভূমিকা অনশীকার্য বলে তিনি মন্তব্য করেন।তিনি আরও বলেন-মিঠাপুকুরের মানুষের সবসময় পাশে থেকে সেবা  করার প্রতিশ্রুতি প্রদান করেন।

 

 স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রনালয় এর কাজটি সম্পুর্ন করার লক্ষ্যে কাজ করছেন মাজেদা ইন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget