মিঠাপুকুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী আটক
রুবেল ইসলাম,রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ইয়াবা বিক্রির সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ঐ ইয়াবা ব্যবসায়ীর নাম শাহজাহান আলী (৪০)।
মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট খোশালপুর এলাকা ৬০ পিচ ইয়াবাসহ থেকে তাকে আটক করা হয়। শাহজাহান আলী খোশালপুর গ্রামের হাসেন আলীর ছেলে।
ইয়াবা সম্রাট শাহজাহান
রংপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান-গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় খোশালপুর এলাকায় অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশ। এসময় শাহজাহান আলী নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ৬০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে বিশেষ কৌশলে এলাকায় মাদক বিক্রয় করে আসছিলো। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
Post a Comment