বালারহাটে গরুর গোসল দেয়া নিয়ে সংঘর্ষে- আহত ১০

মিঠাপুকুরে গরুর গোসল দেয়া নিয়ে সংঘর্ষে- আহত ১০


রুবেল ইসলাম,রংপুর।।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় তুচ্ছ ঘটনায় দু'গ্রুপের সংঘর্ষে একই পরিবারের ৭ জনসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুড়ে উপজেলার বালারহাট ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ।
মিঠাপুকুরে গরুর গোসল দেয়া নিয়ে সংঘর্ষে- আহত ১০
আহত পরিবারের সদস্যরা 


এলাকাবাসী ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, উপজেলার ৫নং বালারহাট ইউনিয়নের কুতুবপুর গ্রামের সাহেব আলীর ছেলে আনিছুর প্রতিবেশী আউয়ালের বাড়ির কাছে মধুর সুপারির বাগানে গরুর গোসল দেয়।এসময় আওয়ালের ছেলে লিটন ও তার মা বাঁধা দেয়।এনিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে লিটন দেশীয় অস্ত্রসশ্র হাতে দল বল নিয়ে এগিয়ে আসলে উভয়ের পরিবারের মাঝে সংঘর্ষ বাঁধে । এতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতরা হলেন-মৃত মসিরের ছেলে সাহেব আলী,আতোয়ার,আতিয়ার,আতোয়ারের ছেলে মমিনুর,আমিনুর, সাহেবের ছেলে আনিছুর,সাগর কোনাপাড়ার জয়নালের ছেলে আলী,কুতুবপুরের আউয়ালের ছেলে লিটন ছপরের ছেলে কুদ্দুস।

এ বিষয়ে আনিছুর রহমান বলেন-লিটন ও কুদ্দুস দলবল নিয়ে আমাদের উপর হামলা চালিয়ে ৭ জনকে আহত করেছে।

আউয়াল ও তার স্ত্রী বলেন-নিষেধ করার পরেও তারা গরুর গোসলের পানি ফেলেছে যার কারনে মারামারি।
এবিষয়ে ইউপি সদস্য মজনু মিয়া বলেন,ঘটনাটি খুবই দুঃখজনক,আমি উভয় পক্ষের সাথে কথা বলে দেখি কি করা যায়।

মিঠাপুকুর থানার এএসআই শাহিন বলেন,তারা হাসপাতালে ভর্তি আছে, বিষয়টি তদন্তধীন আছে।
এঘটনায় আনিছুর বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget