পীরগঞ্জে করোনা মুক্তির উদ্দেশ্যে সামাজিক উদ্যোগের সর্ব ধর্ম প্রার্থনার আয়োজন

 

করোনা মুক্তির উদ্দেশ্যে সামাজিক উদ্যোগের সর্ব ধর্ম প্রার্থনার আয়োজন



পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ বিশ্বময় করোনায় বৈষিক মহামারী থেকে পরিত্রাণ চেয়ে রংপুরের পীরগঞ্জে “সামাজিক উদ্যোগ(সউ)এর উদ্যোগে সপ্তাহব্যাপী সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা হয়েছে। সূত্রে জানা যায়,পীরগঞ্জ সদরে অবস্থিত বেশ কটি ধর্মীয় উপাসনালয় বিশেষ করে মসজিদ ও মন্দিরে পীরগঞ্জের সামাজিক সংগঠন “সামাজিক উদ্যোগ(সউ)এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সেবু মোস্তাফিজ এর পরিকল্পনায় করোনা মহামারি থেকে পরিত্রাণের লক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। 




তার পাশাপাশি দায়িত্বশীল আচরণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য ধর্মীয়,সামাজিক ও রাজনৈতিক প্রতিনিধিদের বিশেষ ভুমিকা পালনে আহ্বান জানানো হয়। “সউ”এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সেবু মোস্তাফিজ বলেন,সকল বিভেদ ভুলে সমূহ বিপদ এড়িয়ে চলতে ঐক্যের কোন বিকল্প নাই। সুস্থ এবং সুন্দর মৃত্যুর জন্য হলেও করোনায় সকল স্বাস্থ্য বিধি এবং সামাজিক নিরাপদ বেষ্টনীই আমাদের নিরাপদে রাখতে পারে। “সামাজিক উদ্যোগ(সউ)এর একনিষ্ঠ কর্মী আনন্দ,হাসান,শ্যামল,রুস্তম,রায়হান ও মিজুসহ অনেকেই সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget