রংপুরে চিকিৎসক কর্তৃক রিক্সাওয়ালার উপর হামলা

 রংপুরে চিকিৎসক কর্তৃক রিক্সাওয়ালার উপর হামলা


রংপুর অফিস

রংপুরে একটি স্বনামধন্য বেসরকারি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ডাক্তার মোস্তাফা হাবিব আনসারী  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিস্কা চালক হারুনের উপর অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। কলেজ ক্যাম্পাসের মূল ফটকে রিক্সাওয়ালার উপর এই হামলা চালান তিনি । চিকিৎসা তো দূরের কথা করোনাকালীন লকডাউনেও এমন অমানবিক ও মানবাধিকার অপরাধ লংঘন করেছে  সুশীল সমাজের এই  চিকিৎসক। এ নিয়ে এলাকায় চলছে চরম উত্তেজনা।



গত শুক্রবার(৭ ই মে)ঈদের পূর্বে  বিকাল ৫টায় রংপুর মহানগরের চেকপোষ্ট আর্মি মেডিকেল কলেজ এর মূল ফটকে এ ঘটনা ঘটে।রংপুরের ডাঃ মোস্তফা হাবিব আনছারী একজন দরিদ্র রিক্সাওয়ালাকে নির্মমভাবে মারধর করেন।


ঘটনা সূত্রে জানা যায় যে-দরিদ্র রিক্সাওয়ালা হারুন মিয়া বিকেলে আর্মি মেডিকেলের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন । এ সময় নিজের প্রাইভেট গাড়ি চালিয়ে এসে দরিদ্র হারুনের রিক্সার পেছনে ধাক্কা মারেন এতে হারুন ছিটকে পড়ে যায় ।  চিকিৎসক হাবিব নিজ গাড়ি থেকে নেমে আবার রিক্সাওয়ালা হারুনকে বেধরক মারপিট ও অকথ্য ভাষায় গালিগওয়াজ করেন । মারধরের একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায় ।

চিকিৎসক কর্তৃক মারধরের শিকার হারুন অর্থের অভাবে উন্নত চিকিৎসা গ্রহণ না করায় বাড়িতে আরও অসুস্থ হয়ে পড়েন । এতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি অক্ষম হলে ঈদের দিন অনাহারে থাকতে হয় পরিবারকে।

ঈদের পরে হারুন সুবিচারের জন্য একাধিকবার আর্মি মেডিকেল কলেজ গেটে আসলে গেট বন্ধ দেখে ফিরে যায়।অবশেষে একাধিকবার গেট বন্ধ দেখে আর্মি মেডিকেল কলেজ এর মিলিটারি পুলিশকে অবগত করেন । কারণ আর্মি মেডিকেল কলেজ ক্যাম্পাসটি রংপুর সেনানিবাস এর ভেতরে হওয়ায় তার পক্ষে ভেতরে যাওয়া অসম্ভব । কিন্তু একাধিকবার তাদের কাছে মৌখিক অভিযোগ করেও সুরাহা পায়নি হারুন।

করোকালীন সময়ে চিকিৎসকের এ ধরণের আচরণে বিস্মিত এলাকাবাসী।যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিলে সুবিচার পাবে দারিদ্র এই রিক্সাওয়ালা।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget