কাউনিয়ায় শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান
রুবেল ইসলাম,রংপুর।।
" সবুজের সমারোহ গড়ে উঠুক পরিবেশ " জননেত্রী শেখ হাসিনার সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন শাখার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে । এ সময় ইউনিয়নের বিভিন্নস্থানে বৃক্ষরোপন করা হয়।
কাউনিয়ায় শাখা ছাত্রলীগের উদ্দেশ্যে বৃক্ষরোপন অভিযান |
সোমবার বিকালে কুর্শা ইউনিয়নে বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কুর্শা ইউনিয়ন শাখার সভাপতি আবুল কাসেম ,কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, বাংলাদেশ ছাত্রলীগ কুর্শা ইউনিয়ন শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মুকুল,সহ-সভাপতি গোলাম সাকলাইন নুহাস,যুগ্ন-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম স্বাধীন,ছাত্রলীগ নেতা পারভেজ,মেরাজ,ওয়াসিম প্রমুখ।
এ সময় কাউনিয়া উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করার প্রত্যয় ব্যক্ত করেন।
Post a Comment