মিঠাপুকৃুরে বাড়ি থেকে পরিবারের উপার্জনক্ষম অটো চুরি !

 মিঠাপুকৃুরে বাড়ি থেকে পরিবারের উপার্জনক্ষম অটো চুরি !

রুবেল ইসলাম,রংপুর।।

রংপুরের মিঠাপুকুর উপজেলায়  শেষ রাতে  বাড়ি থেকে ব্যাটারি চালিত চার্জিত অটো চুরির ঘটনা ঘটেছে । অটোর মালিক ও এলাকবাসী বিষয়টি নিশ্চিত করেছে।

  ঘটনাটি ঘটেছে -রবিবার ( ২০ শে জুন ) রাত তিনটার দিকে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মকরমপুর গ্রামের মিয়াজী পাড়া কাশেম মিয়ার বাড়ি থেকে চুরি হয়েছে । ভুক্তভোগী ও  এলাকাবাসী সূত্রে জানা যায়- দীর্ঘ কয়েক বছর ধরে মুরারীপুর গ্রামের মজিবর রহমানের পুত্র কোরবান মিয়া অটো চালিয়ে  অর্থ উপার্জন করতেন। নিজ বাড়িতে অটো প্রবেশের কোন ব্যবস্থা না থাকায় পাশের গ্রাম মকরমপুর তার দাদী বাড়িতে অটো চার্জ দিতেন। প্রতিদিন শেষ রাতে সে অটো নিয়ে জায়গীরহাট বাসস্টপ থেকে কোমরগঞ্জ ও বালারহাট যাত্রী নিয়ে ভাড়ায় চালাতেন। 

চুরি হয়ে যাওয়া প্রতিকি অটো 

অটো চালক কোরবান মিয়া বলেন-  অটো চালিয়ে তার পরিবারে সংসার চালাতেন তিনি । ইতিপূর্বে  সে হোটেলে বয় হিসাবে কাজ করলে সেখান থেকে উপার্জিত অর্থ  এবং বিভিন্ন এনজিও থেকে টাকা  উত্তোলন করে অটো কিনে ভাড়ায় চালিয়ে  সংসার চালাচ্ছেন। 

চাচা কাশেম মিয়া বলেন- আমার ভাতিজার পরিবারে সদস্য সংখ্যা আটজন । একমাত্র এই অটোর মাধ্যমে আয় করে সংসার চালাতো  কোরবান । তার ছোট ভাই রাসেল সে হোটেলে কাজ করেন। এখন এই পরিবারে আয়ের একমাত্র মাধ্যম অটোটি হারিয়ে দিশেহারা পরিবারটি। 

স্থানীয়  ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন- বর্তমানে কিশোর গ্যাং এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই ধরণের চুরি কিশোর গ্যাংয়ের  সদস্যদের মধ্যে সংঘঠিত হতে পারে। ঐ পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলো অটোটি ,চুরি হয়ে যাওয়ার ঘটনাটি দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget