রংপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে হামলা-ভাংচুর, নগদ টাকা লুট

 রংপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে

হামলা-ভাংচুর, নগদ টাকা লুট

রাফাত হোসের বাঁধন, রংপুর। রংপুরের গঙ্গাচড়ায় পূর্ব শত্রুতার জের ধরে পরিবারের সদস্যদের উপর হামলা ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। তবে আসিমারা গ্রেফতার না হওয়ায় হামলার শিকার পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


অভিযোগ উঠেছে, গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের জু্ম্মাপাড়ার আনাহার মিয়া ও তার পারিবারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল একই এলাকার রায়হান ইসলামের। এরই জের ধরে গত রোববার (২০ জুন) বিকেলে দেশীয় লাঠি, সোডা, রড হাতে বাসা বাড়িতে জোরপূর্বক ঢুকে আনাহার, ফারুক, গোলজার, কামাল ও আমজানুরসহ অজ্ঞাত বেশ কয়েকজন হামলা চালায়। এসময় রায়হানের মা মোরশেদা বেগম ও ছোটবোন কামরুন্নাহার, ভাবী সম্পা বেগম, স্ত্রী সুমাইয়া ও ছোটভাই বোরহান শাহ নয়ন তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করেন। এতে বিক্ষুদ্ধ হয়ে আনাহারের লোকজন বাড়িতে ভাংচুর করে অকাথ্য ভাষায় গালাগালি ও শ্লীলতাহানি করে। একপর্যায়ে তারা বোরহান ও তার মাকে মারধর করে জখম করে। বাড়িতে ভাংচুর ও মারধর করার সময়ে ঘরের ভিতরে প্রবেশ করে নদগ ৫০ হাজার টাকা, রায়হানের স্ত্রীর ৩২ হাজার টাকা মূল্যের গলায় থাকা স্বর্ণের চেইন ছুড়ে নিয়ে যায়। ওই ঘটনায় প্রায় ১ লাখ ৩৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি রায়হান ইসলামের। ঘটনার দিন মধ্যরাতেই গুরুতর আহত অবস্থায় বোরহান ও তার মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


হামলার ওই ঘটনায় সোমবার (২১ জুন) সন্ধ্যায় গঙ্গাচড়া মডেল থানায় রায়হান ইসলাম বাদী হয়ে আনাহার মিয়াকে প্রধান আসামী করে আটজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। বাকি আসামীরা হলেন, ফারুক মিয়া (২৮), গােলজার হোসেন (৪৫), কালাম মিয়া (৬২), আমজানুর মিয়া (২৬), মোমেনা বেগম (২৫), শারমিন বেগম (২৭), কাওসার মিয়া (৩৫)। এদিকে আসামীরা এখনো গ্রেফতার না হওয়ায় হামলার স্বীকার রায়হানের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত প্রশাসনের কাছে বিচার দাবী করেছেন পরিবারটি।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ইতিমধ্যে অভিযুক্তদের নামে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget