মিঠাপুকুর থানা পুলিশ কর্তৃক ফেন্সিডিল উদ্ধার !
মাদক সম্রাট চান মিয়া গ্রেফতার
রংপুর অফিস
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৩২ বোতল ফেন্সিডিল সহ মাদক সম্রাট চান মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গতকাল বুধবার রাত সাড়ে আটটায় থানাধীন ১৫ নং হযরতপুর ইউনিয়ন এর ছোট হযরতপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন ধরে ছোট হযরতপুর গ্রামে মৃত এমাজউদ্দীনের ছেলে মাদক সম্রাট চান মিয়া অরফে চান্দু (৫৮) ফেন্সিডিলসহ নানাবিধ নেশাদ্রব্য বিক্রয় করে আসছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন ।
ডি-সার্কেল সিনিয়র এএসপি কামরুজ্জামান জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মিঠাপুকুর ও পীরগঞ্জ থানায় ০৬ টি মাদক মামলা রয়েছে ।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Post a Comment