মিঠাপুকুরে পানিতে ডুবে হাসান ও হোসাইন নামে জমজ শিশুর মৃত্যু

মিঠাপুকুরে পানিতে ডুবে হাসান ও হোসাইন নামে জমজ শিশুর মৃত্যু


রুবেল ইসলাম,রংপুর
রংপুরের মিঠাপুকুরের কাফ্রিখাল ইউপির শ্যামপুর গ্রামে পানিতে ডুবে হাসান (৯) ও হোসাইন (৯) নামে জমজ শিশুর মৃত্যু । জমজ শিশু দুইটি ঐ গ্রামের রবিউল ইসলামের ।




রবিবার সকাল সাড়ে দশটার বাড়ির পাশে খালে পানি দেখতে গিয়ে এ ঘটনা ঘটে । এলাকাবাসী সূত্রে জানা যায়- খালে নৌকায় ঐ দুই শিশু খেলা করছিলো । গতকালও তারা সেই নৌকায় খেলাধুলা করেছে । কিন্তু আজ খেলা করতে গিয়ে হঠাৎ একভাই পড়ে গেলে তাকে তুলতে গিয়ে সেই ভাইয়েও পানিতে পাড়ে যায় । তারা দুজনে কেউ সাঁতার জানতো না ।

শিশু দুইটির পিতা রবিউল ইসলাম জানান- তিনি ঠাকুরগাঁও জেলায় একটি মার্কেটিং চাকুরী করেন।সেখানে সমগ্র পরিবারে থাকেন । করোনা কালীন সময়ে পুরো পরিবারসহ বাড়িতে অবস্থান করছেন । বাবার স্বপ্ন দুই সন্তানকে হাফেজ বানাবেন।
এ ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে ।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget