মিঠাপুকুরে পরিবারের সবাই মাদক ব্যবসায়ী ! কে সেই? রাজু মেম্বার !

 

মিঠাপুকুরে একই পরিবারের সবাই মাদক ব্যবসায়ী,প্রশাসন ক্লান্ত হয়েছে,কিন্তু মাদক ব্যবসায়ীরা ক্লান্ত হয়নি”নেতৃত্বে সেই রাজু মেম্বার!

রংপুর প্রতিনিধিঃ

মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ ফেনসিডিলের স্বর্গ।হাইওয়ে রাস্তা সংলগ্ন হওয়ায় রংপুর কিংবা আশেপাশের উপজেলার মাদকাসেবী ব্যাক্তিরা এখানে ফেন্সিডিল খেতে নিয়মিত আসেন।সকাল কিংবা বিকাল থেমে নেই তাদের ব্যবসা।একচেটিয়া ব্যবসা করেন একটি মাত্র পরিবার বা বংশের লোক।রাজা মিয়া,রুমি বেগম,রাজু মেম্বার,তাদের বোন রোকছানা,বোন জামাই আমিন,ভাগ্নে নুরবানু,রফিক,শাকিল,ভাগ্নে বৌ নাজমীন,ভাগ্নে দুলুসহ অনেকে।আর তাদের সবার গডফাদার হচ্ছেন ইউ,পি সদস্য রাজু মেম্বার।চূহড় উচ্চ বিদ্যালয়ের মাঠ মাদকসেবীদের তীর্থস্হান।সবার নামে একাধিক মামলা,কিন্তু কেউ আজ পর্যন্ত পেশা পরিবর্তন করেননি।মাদক ব্যবসায়ী এ পরিবারের আত্মীয় স্বজন এরাও মাদক ব্যবসায়ী।মাদক ব্যবসার বিরুদ্ধে নিউজ করতে গিয়ে ইতিমধ্যে রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলোর মহানগর প্রতিনিধি সাংবাদিক উৎস রহমান নির্মম হত্যাকান্ডের শিকার হন।সেই মামলার চূড়ান্ত প্রতিবেদনে রাজু মেম্বারের স্ত্রী গেঁদী,রোকসানা,রুবেল এবং তাদের ভাড়াটে খুনিরা সম্পৃক্ত ছিলো।মামলাটি বর্তমানে বিচারাধীন।স্হানীয়রা বলেন,রাস্তায় টহল পুলিশ থাকলেও তারা তোয়াক্কা করেন না।প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে ম্যানেজ করে তারা ব্যবসা করেন।বিশেষ অভিযান কিংবা চাপ আসলে তারা টুপি,পান্জাবি,বিভিন্ন ওয়াদা করে গাঁ ঢাকা দেন।এসব মাদক ব্যবসায়ীদের শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন বেশ কয়েকজন।

এলাকাবাসী মনে করেন,বৈরাগীগন্জে মাদক ব্যবসা অপ্রতিরোধ্য।যা কোন শক্তিই বিন্যাস করতে পারে না।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget