বেরোবির শিক্ষক শিক্ষার্থীর মূল হামলাকারী রিফাত গ্রেফতার
রুবেল ইসলাম, রংপুর।।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মজনু ও জেন্ডার এ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সিদ্দিক পরাগের উপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত রিফাত হোসেন আলিফকে(৩০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুটি মোবাইল ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধা সাতটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশরতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার(১১ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ( অপরাধ) আবু মারুফ হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর উপর হামলার ঘটনার সাথে সে জড়িত। সেটা সে স্বীকার করেছে। এছাড়াও তার সঙ্গে আরো দুইজন এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মজনু মর্নিং ওয়ার্কে বের হলে দুর্বৃত্তদের কবলে পড়েন । জানা যায়- ভোর সাড়ে ৫ টায় শরীর চর্চার উদ্দেশ্যে লালবাগ হতে পার্কের মোড়ের দিকে যাওয়ার সময় কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ও বীজ ভবনের মাঝামাঝি স্থানে পৌছালে দুইজন ছিনতাইকারী হঠাৎ করে তাঁর গতিরোধ করে এবং চাপাতি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে মোবাইল সেট এবং তাঁর পকেটে থাকা টাকা (অনুমান তিন হাজার) ছিনতাই করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এছাড়াও ওই দিন রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জেন্ডার এ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সিদ্দিক পরাগের উপর দুর্বৃত্তরা হামলা চালায়। তাকে প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দুপুরে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টোর সৈয়দ আনোয়ারুল আজিম বাদী হয়ে শুক্রবার বিকালে মেট্রোপলিটন তাজহাট থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার(১০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং তার তথ্যমতে তার বাড়ি থেকে ছিনতাইকৃত দুটি মোবাইল সেট, ছিনতাইকৃত টাকার মধ্যে তার ভাগের অংশ ৭০০টাকা এবং ছিনতাইয়ের সময় ব্যবহৃত ০১ টি চাপাতি উদ্ধার করা হয়েছে।এই ঘটনার সাথে দুজন ছিনতাইকারী অংশগ্রহণ করেছিল। তাদের গ্রেফতারের অভিযান চলছে।
Post a Comment