৫ দিন পরে পীরগঞ্জ মাঝিপল্লীর উনুনে আগুন,পরিষদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী
রুবেল ইসলাম, রংপুর
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে বেশকিছু হিন্দু বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এ পযর্ন্ত ৫৮জনকে আটক করেছে জেলা পুলিশ।
গত রোববার(১৭ই অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও হাতিবান্ধা গ্রামে অন্তত ২০টি বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
হিন্দুপল্লীতে হামলা, ভাংচুর ও আগুন দেয়ার ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তবে গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় অজ্ঞাত ৫ শতাধিক আসামি করে ২টি মামলা করেছে পুলিশ। আটক করা হয়েছে ৫৮ জনকে। সেইসঙ্গে ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় অভিযুক্ত পরিতোষকে জয়পুরহাট থেকে আটক করেছে পুলিশ।
শনিবার(২৩ শে অক্টোবর) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরাকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় বিষয়ক প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউপির বড়করিমপুর কসবা মাঝি পাড়ার ক্ষতিগ্রস্থ পরিবারের ঘরবাড়ী মেরামত ও সংস্কার কাজ পরিদর্শন করেন। ঘটনার ৫ দিন পরে নিজ বাড়ির উনুনে আগুন জ্বালিয়ে রান্নার কাজে ব্যস্ত গৃহবধূরা।
এ সময় ওই মন্ত্রনালয়ের সচিব মহসীন আলী,রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা এসপি বিপ্লব কুমার সরকার, পীনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম তাজিমুল ইসলাম শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হামলার আতঙ্কে উনুনে আগুন জ্বালিয়ে নিজ পরিবারের জন্য রান্না করছেন কনক বালা। তিনি বলেন-এতোদিন নিজ হাতে রান্না করতে পারেন নি তারা ব্যস্ত ছিলেন নিজের ঘরবাড়ি ঠিক করার। নিজের হাতে রান্না করে পরিবারসহ খাওয়ার আনন্দ প্রকাশ করেন তিনি।
স্মাঝিপাড়ার সহিংসতার ঘটনার মূলহোতা র্যাবের হাতে গ্রেপ্তারের আগেই সৈকত মণ্ডলকে ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে রংপুর মহানগর ছাত্রলীগ।
সৈকত মণ্ডল কারমাইকেল কলেজ ছাত্রলীগের দর্শন বিভাগের সহ-সভাপতি ছিলেন। শুক্রবার সৈকত ও রবিউলকে রংপুর থেকে আটক করে র্যাব। এর আগেও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেওয়ায় ক্ষুব্ধ ছিলো সাধারণ নেতা-কর্মীরা।
গ্রেপ্তারের পর শনিবার (২৩ অক্টোবর) র্যাব সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে সৈকত মণ্ডলকে পীরগঞ্জের মাঝিপাড়ার হিন্দু পল্লীতে সহিংসতার ঘটনায় অন্যতম হোতা হিসাবে দাবি করা হয়।
Post a Comment