নবজাতককে রেখে মাকে পরীক্ষার সুযোগ দিলেন চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক, রংপুর
কিশোরী মা তার সদ্যোজাত সন্তানকে নিয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। কিন্তু ৩৫ দিন বয়সী সন্তান থেমে থেমে কাঁদতে শুরু করে। ঘড়ির দিকে তাকিয়ে নিরুপায় মা তখন দিশেহারা। সন্তানের কান্না থামাতে না পেরে ঘাবড়ে যান। হঠাৎ পরীক্ষা শুরুর ঘণ্টা বাজে। কিন্তু তিনি পরীক্ষার হলে ঢুকতে পারছিলেন না।
এমন দৃশ্য দেখে এগিয়ে আসেন রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি। পরীক্ষা চলাকালীন পুরো দেড় ঘণ্টা তিনি ওই নবজাতকের দায়িত্ব নেন। মাতৃস্নেহে নিজ কোলে আগলে রেখে মাকে পরীক্ষার সুযোগ করে দেন।
রোববার (১৪ নভেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী আলিম মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রসচিব।
দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ওই কিশোরী বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম দাখিল মাদরাসার শিক্ষার্থী। বাল্যবিবাহের কারণে অপ্রাপ্তবয়সে সন্তানের মা হলেও পড়ালেখা গুটিয়ে নেননি তিনি। বরং স্বামী-সংসার, সন্তান আর বই-খাতার সঙ্গে সম্পর্ক ঠিক রেখে উচ্চশিক্ষা গ্রহণে নিজের চেষ্টা ধরে রেখেছেন।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শনে এসে ওই শিশুকে কোলে দেখে কৌতূহলবশত এগিয়ে আসেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। পরে বিষয়টি জানতে পেরে তিনিও আবেগ আপ্লুত হন। জনপ্রতিনিধি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রসচিবের দায়িত্বে থাকা নাছিমা জামান ববির প্রতি মুগ্ধ হয়ে তিনিও প্রসংশা করেন।
এদিকে নবজাতককে কোলে নিয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা জামান ববি। সেখানে তিনি লেখেন, ‘এক ছাত্রী মাত্র ৩৫ দিনের বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিতে চলে এসেছিল। পড়াশোনায় তার আগ্রহে আমি অভিভূত। থাক না দেড় ঘণ্টা বাবুটা আমাদের কাছে।’
তার পোস্ট করা ছবিটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বিভিন্নজন লাইক, কমেন্টস আর শেয়ার করেন। দোয়া ও শুভকামনায় ভাসতে থাকেন তিনি। নানা রকম অনুভূতি ব্যক্ত করছেন নেটিজেনরা। হাসান পিন্টু নামে একজন লিখেছেন, ‘ববি আপার মানবিকতা আমাদের শিক্ষা।’ ওই পোস্টে খুব ছোট্ট করে ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক লিখেছেন, ‘বেঁচে থাকুক মানবতা, ধন্যবাদ।’
এ ব্যাপারে নাছিমা জামান ববি ঢাকা পোস্টকে বলেন, ‘আমি ওই শিশুর কান্না শুনে আঁতকে উঠেছিলাম। পরীক্ষা দিবে না বাচ্চার কান্না থামাবে, এ নিয়ে শিশুটির মা ভীষণ চিন্তিত ছিল। ওর মা যাতে চিন্তামুক্ত পরীক্ষা দিতে পারে, এ জন্য প্রায় দেড় ঘণ্টা কোলে রেখেছি। আমার কোলে শিশুটি বেশিক্ষণ কান্নাও করেনি।’
উল্লেখ্য, নাছিমা জামান ববি রংপুর জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি রংপুরে ‘স্লোগানকন্যা’ হিসেবে পরিচিত। ববি রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলামের সহধর্মিণী। টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে বর্তমানে তিনি রংপুর সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে জনসেবা করছেন।
Post a Comment