মিঠাপুকুরে মন্দির থেকে তিন প্রতিমার মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা
মিঠাপুকুরে মন্দির থেকে তিন প্রতিমার মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা
মিঠাপুকুর প্রতিনিধি।।
রংপুরের মিঠাপুকুরে মন্দির থেকে তিন প্রতিমার মাথা কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।ঘটনাস্থল থেকে কয়েকশত গজ দূরে জমি থেকে বিকেলে কেটে নেওয়া প্রতিমার ভাঙ্গা অংশ উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে এ ঘটনায় মিঠাপুকুর রংপুর-৫ জাতীয় সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার,উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ পুলিশ, ঘটনাস্থল পরিদর্শন করেছেন গতকাল বিকেলে।
প্রতিমা গুলো হচ্ছে কালী, শিব ও শীতলী।
৪নং ভাংনী ইউনিয়নের বামন পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে ।
এলাকাবাসী সূত্রে জানা যায়-বিগত পঞ্চাশ বছর ধরে এই গ্রামে শৈলান চক্রবর্তী পন্ড ঠাকুরের বসবাস।বাংলাদেশ আওয়ামীলীগ মিঠাপুকুর শাখার সদস্য
শৈলান চক্রবর্তী জানান-গতকাল সকাল সাড়ে ৬টার দিকে নিত্য পূজা করার জন্য মন্দিরে প্রবেশ করা মাত্রই দেখতে পান কালী,শিব ও শিতলী প্রতিমার মাথা কেবা কারা কেটে নিয়ে গেছে।
তিনি বলেন-এঘটনা দেখা মাত্রই স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশকে অবগত করা হলে মিঠাপুকুর রংপুর-৫ জাতীয় সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার,উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন গতকাল বিকেলে।
বিপুল চক্রবর্তী, সপ্তমী চক্রবর্তী জানান,এই কালী মন্দিরে তালা দেয়া ছিলনা,তিন প্রতিমার মাথা কেটে নিয়ে গেছে কেবাকারা,আমরা এঘটনায় দোষীদের শাস্তি দাবি করছি।
স্থানীয়,আওয়মী ইউনিয়ন সভাপতি বেলায়েত,এবং মালেক,খোরশেদ আলম,আতোয়ারসহ অনেকে বলছেন-পন্ড ঠাকুর খুব ভালো মানুষ,তিনি গ্রামের সবার সাথে মিলে মিশে বসবাস করছে তবে কারা এধরনের কাজ করেছে তা কোন অনুমান করা যাচ্ছেনা।
অত্র ইউপির চেয়ারম্যান কামরুল হাসান বলেন,বিষয়টি দুঃখজনক,আমি সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করেছি।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার বলেন-প্রতিমা ক্ষতিসাধন করা এটা একটা ন্যাক্কার জনক ঘটনা।দোষী যেই হোক তাকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া জরুরী।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন- রাতের অন্ধকারে প্রতিমার মাথা ভেঙ্গে নিয়ে গেছে।ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, ঘটনাস্থল থেকে ২০০ গজ দুরে মাটিতে পুতে রাখা কিছু ভাঙা অংশ উদ্বার করা হয়েছে।এ ব্যাপারে থানায় এসে মামলা করার কথা বলা হয়েছে।