মিঠাপুকুরে বিজয় দিবসে মন্ত্রীপরিষদ প্রজ্ঞাপনের নির্দেশনা অমান্য
মিঠাপুকুর,রংপুর
রংপুরের মিঠাপুকুরে মহান বিজয় দিবসের কর্মসূচীতে মন্ত্রীপরিষদের প্রজ্ঞাপন অমান্য করার ঘটনা ঘটেছে। এতে, চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অনুষ্ঠানে আগত দর্শনার্থী ও অতিথিবৃন্দ। জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন অনুষ্ঠানে ছিলেন না উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
মন্ত্রীপরিষদ প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, জাতীয় পতাকা বিধির চতুর্থ অনুচ্ছেদ মোতাবেক উপজেলা পর্যায়ে স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং সরকার ঘোষিত অন্য যে কোন দিনে আয়োজিত অনুষ্ঠানাদি উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করতে হবে। কিন্তু, মিঠাপুকুরে বিজয় দিবসে এই প্রজ্ঞাপন মানেনি উপজেলা প্রশাসন।
জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার ফাতেমাতুজ জোহরা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ছিলেন অতিথি মঞ্চে, নিজের আসনে। তারপরও তাকে অভিবাদ মঞ্চে ডাকা হয়নি। মাইকে পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করার জন্য স্থানীয় সংসদ সদস্য এইচএন আশিকুর রহমানের নাম ঘোষণা করা হয়। এ ঘটনায় মিঠাপুকুরে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
বিজয় দিবসে আগম দর্শনার্থী মজিবর রহমান বলেন, রাষ্ট্রিয় সকল অনুষ্ঠানে জাতীয় পতাকা ও সালাম গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। কিন্তু, এবারেই প্রথম উপজেলা প্রশসান এর ব্যতিক্রম ঘটালেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার বলেন, বিজয় দিবসের আগের দিন আমাকে বলা হয়েছে-জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য। কিন্তু, অনুষ্ঠানের দিনে আমাকে অভিবাদন মঞ্চে ডাকা হয়নি।
উপজেলা নির্বাহি অফিসার ফাতেমাতুজ জোহরা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংসদ সদস্যের প্রটোকল উপজেলা চেয়ারম্যানের উপরে। তাছাড়াও, আশিকুর রহমান এমপি স্যার কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। তাই, তাকে পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করার জন্য বলা হয়েছে।
Post a Comment