মিঠাপুকুরে শিশুকে ঢাল করে অনিভব
কায়দায় জমি দখল
মিঠাপুকুর
প্রতিনিধি
রংপুরের
মিঠাপুকুর উপজেলায় ছোট্ট শিশুকে ঢাল হিসাবে ব্যবহার করে অভিনব কায়দায় আদালতের রায় ও
থানার নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে ভূমিদস্যু আশিকুর রহমানের পরিবারের
উপর ।এ বিষয়ে সেকেন্দার আলী নামে এক ব্যক্তি মিঠাপুকুর থানায় অভিযোগ দায়ের করেন।
উপজেলার
রানীপুকুর ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামে গত ২৩শে ডিসেম্বর সকালে জাহেদার মোড়ে এঘটনা
ঘটে। এ সময় আম গাছ কেটে সেই গাছের উপর একটি ছোট্ট শিশুকে বসিয়ে বাকী আম ও ইউক্লিটাস
গাছ জোড়পূর্বক কেটে নিয়ে যায় ।এ সময় সেকেন্দার আলীর পরিবার বাধা দিতে আসলে আশিকুরের
নির্দেশে ভূমি দস্যুবাহিনী হামলা করলে পালিয়ে যান তারা ।ভূমি দখল করার পরও রাতিমত সেকেন্দার
পরিবারকে হুমকি দিয়ে আসছেন ভূমিদস্যু পরিবার।
মিঠাপুকুরে শিশুকে ঢাল করে অনিভব কায়দায় জমি দখল |
থানার
অভিযোগ সূত্রে জানা যায়-নিজ নামীয় কবলা খরিদকৃত ও পৈত্রিকসূত্রে পাওয়া ভোগ দখলীয় সম্পত্তি
দীর্ঘ ৭ বছর ধরে ভোগ দখল করে আসছেন। পৈত্রিক ও ক্রয়সূত্রে জমি জেলা-রংপুর,থানা-মিঠাপুকুর, মৌজাঃ লালচন্দ্রপুর, জেএল নং-০৯,সি.এস খতিয়ান নং-৪৩,এসএ খতিয়ান
নং-৪২,আরবিএস খতিয়ান নং-৮৩,সাবেক দাগ নং-১৬০,হাল দাগ নং-৩৫,জমি-১২৩ শতক সম্পত্তি স্থানীয়ভাবে
শালিষী বৈঠকে এবং মামলায় আদালতের রায়ে তিনি ভোগ দখল করছেন।উক্ত জমিতে হঠাৎ করে মাসুদুর
রহমান @বাবলা,পিতা-মৃত শাহজাহান আলী,সাং-দক্ষিণ গুপ্তপাড়া,থানা-কোতয়ালী,আরপিএমপি,আশিকুর
রহমান,পিতা-মৃত লাভলু মিয়া ,আব্দুল খলিল-পিতা-মৃত আঃ আজিজ,উভয় সাং-নাছিরাবাদ,আনোয়ার
হোসেন,পিতা-মৃত শমসের আলী রাজু মিয়া-পিতা-লুৎফর রহমান, মজনু মিয়া,পিতা-মৃত
আকবর আলী,সর্ব সাং-লালচন্দ্রপুর, টন্না মিয়া পিতা-মৃত আকবার আলী সাং-রামজীবন থানা-রংপুর
সদর,নুরআলম পিতা-মৃত ফজলুল হক সাং-দৌলত নুরপুর, মিঠু পিতা-মৃত আকমাল সাং-রানীপুকুর
জোতপাড়া ,আঃগফুর পিতা-মৃত শফি উদ্দিন সাং-তনকা মামুদপুর সর্ব থানা-মিঠাপুকুর,জেলা-রংপুর
জোড়পূর্বক দখল করছে বলে অভিযোগ করেন।একাধিকবার স্থানীয় ভাবে শালিষী বৈঠকে তারা উপস্থিত
না হয়ে ২-৩বছর পরপর জমির ফসল নষ্ট করে দখল করেন।
এ
বিষয়ে সেকেন্দার আলী জানান-তিনি কয়েক দফায় কয়েকজন ওয়ারিশ এর কাছ থেকে এই জমি ক্রয় করেন।জমি
দাতা মতিয়ার নিকট ২৭/০৩/২০১৪খ্রি,দাতা মুনসুর আলী গং ০৫/০২/২০১৪খ্রি.দাতা বাবু মিয়া
গং ০৫/০২/২০১৪খ্রি. ও দাতা ইলিয়াছের নিকট থেকে ১৯/০৩/২০১৪খ্রি.তারিখে ক্রয়সুত্রে দলিল
করিয়া নেন।অবশিষ্ট দাগের জমি তার পৈত্রিকসূত্রে প্রাপ্ত।বিবাদীদের মামলার রায়ের পরে
দলিলদাতাগণ তাকে দলিল করিয়া দিয়েছে।সেই কবলা দলিলমূলে খরিদ করিয়া খারিজ ও খাজনাদি পরিশোধ
করিয়া ভোগদখল করতেছেন তিনি।জমি নিয়ে এই রকম ঝামেলা সৃষ্টি করলে উভয় পক্ষকে মিঠাপুকুর
থানা থেকে ১৫৪ ধারা জারি করে কিন্তু তারা সে আদেশ অমান্য করে জোড়পূর্বক জমি দখল করছে।
Post a Comment