May 2022

 

ভিন্ন জগৎ এর ব্যবস্থাপনা পরিচালক এস. এম. কামালের মৃত্যুতে 
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার শোক প্রকাশ
 
স্টাফ রিপোর্টার ॥
রংপুরের অন্যতম বিনোদন কেন্দ্র 'ভিন্ন জগৎ এবং ডায়মন্ড পার্টিক্যাল বোর্ড মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস. এম. কামাল (৭০) আর নেই। গতকাল রোববার রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

 
তাঁর মৃত্যুতে গভীর শোক করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। 
তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক বার্তা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের সমবেদনা জ্ঞাপন করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসীরসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

 মিঠাপুকুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে 


মিঠাপুকুর প্রতিনিধি

মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে ৬২ বছরের এক বৃদ্ধের নামে একটি চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ এলাকায় বেশ চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।


 ঘটনাটি ঘটার পর থেকে ইতোমধ্যে আরো কয়েকটি শিশু তাদের অভিভাবকদের ঐ বৃদ্ধের বিষয়ে নানান অভিযোগ তুলেছেন। এ নিয়ে ঐ বৃদ্ধকে মারধর করেছেন এলাকাবাসী। 



এলাকাবাসী ও স্হানীয়রা জানান-অভিরাপুর গ্রামের পূরাতন মসজিদ সংলগ্ন চৌপতির মোড়ে নিজ বাড়িতে একটি ছোট মুদির দোকান রয়েছে অভিযুক্ত আলম (৬২) নামে এক বৃদ্ধের। আলম পেশায় রাজমিস্ত্রীর কাজ করলেও মাঝে মাঝে তার মুদির দোকানে বসতেন। গত ১৬ মে (সোমবার) দুপুরে পাশ্ববর্তী বাড়ির চার বছরের এক শিশু আলমের দোকানে তার বাবার কাছে পটেটো কেনার টাকা নিয়ে ঐ- মুদির দোকানে গেলে আলম, ঐ শিশুটিকে কৌশলে তার বাড়ির ভিতরে ঢুকিয়ে বাচ্চাটির স্পর্শ কাতর জায়গায় হাত বুলাতে থাকেন। 


দোকানে খরচ করতে আসা শিরিনা বেগম আলমকে ডাকতে তার ঘরে প্রবেশ করলে তিনি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিয়ে আশেপাশের লোকজনকে ডাকেন। শিশুটির সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়ে আলমকে মারধর করেন স্হানীয়রা। 


এ নিয়ে শিশুটির বাবা এলাকাবাসীর কাছে বিচার দাবি করে আসছিলেন। এ ঘটনা প্রকাশ হবার পর, বিভিন্ন সময়ে আলমের দোকানে খরচ করতে আসা আরো দুটি শিশু আলমের বিরুদ্ধে পূর্বে তাদের সঙ্গে কৌশলে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার অভিযোগ তুলেন।  


এ বিষয়ে অভিযুক্ত আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মসজিদ বিষয়ে তাদের সমাজের মধ্যে তার সঙ্গে বিভেদ চলছে। তাকে ফাঁসাতে এমন নোংরা অভিযোগ করেছেন এলাকাবাসী। তিনি জানান, শিশুটি আমার নাতি হয়। আমার দোকানে খরচ করতে আসলে আমার শরীর খারাপ থাকায় শিশুটিকে ঘরে আসতে বলি। নাতি হিসেবে তার প্যান্ট পরে দিতে গিয়ে আমার বিরুদ্ধে এসব অভিযোগ। 


বাকী শিশুদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি ঠাট্টা করার বিষয়টি তারা ভিন্নভাবে রটিয়ে এ ঘটনার সঙ্গে যুক্ত করছেন। 


শিশুটির বাবা তাজিরুল ইসলাম জানান, গ্রামের লোকজনকে বিচার দেওয়া হয়েছে। সঠিক সমাধান না হলে আমি আইনি ব্যবস্হা নিবো।


গত বুধবার (১৮ মে) রাতে অভিযোগের বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে মিঠাপুকুর থানা এবং লতিবপুর ইউনিয়নের বিট অফিসার এসআই সুনিরাম টপ্প্য জানান,  ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলেছি, শিশুটির পরিবার চাইলে থানায় অভিযোগ দায়ের করতে পারেন। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। বৃদ্ধকে শাসন করার বিষয়টি সঠিক।

মিঠাপুকুরে শিক্ষকের মধ্য হাতাহাতি,দুপক্ষের অভিযোগ


রুবেল ইসলাম,মিঠাপুকুর 
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী  মিঠাপুকুর উপজেলা শাখার আমীর, কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা   এবং বরখাস্তকৃত প্রধানশিক্ষক জয়নাল আবেদীন মাস্টার কর্তৃক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারপিট ও গলাধাক্কা দিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

গত সোমবার (১৬ই মে) সকাল সাড়ে ১১ টায়  উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মিয়ারহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক বাদল মিয়াকে মারধর করে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। বাধা দিতে গিয়ে হামলার শিকার হয় একই প্রতিষ্ঠানের মৌলভী শিক্ষক নুরুজ্জামান হামিদী ও  প্রতিষ্ঠানের পিয়ন আব্দুল্লাহ। 

চিকিৎসাধীন অবস্থায় ভারপ্রাপ্ত শিক্ষক বাদল মিয়া,পাশে বসে স্ত্রী


ভুক্তভোগী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল মিয়া জানান- জামায়তে ইসলামীর নাশকতার মামলার কারণে প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক জয়নাল আবেদীন মাস্টার জেলহাজতে গেলে ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বহিষ্কার করেন। ইতিপূর্বে প্রতিষ্ঠানে তিন বৎসর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন কামরুল আলম, পরে তৎকালীন ম্যানেজিং কমিটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন তাকে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরখাস্তকৃত প্রধান শিক্ষক চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রতিষ্ঠানে এসে সাময়িক বরখাস্ত তুলে নিয়ে নিজ পদে পূর্ণবহালের জন্য বলেন। গত ১২ তারিখে প্রতিষ্ঠানের এডউক ম্যানেজিং কমিটির মিটিং ডাকলে সেখানে সভাপতি উপস্থিত না থাকায় কোন সিদ্ধান্ত গ্রহীত হয়নি। গত ১৬ তারিখে হঠাৎ করেই অফিস কক্ষে ঢুকে কাফ্রিখাল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মিয়ারহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধানশিক্ষক জয়নাল আবেদীন মাস্টার, রওশন আলী ও তার ছোট ভাই সুজন অতর্কিত হামলা করেন। এ হামলায় তার আরো দুজন সহযোগী প্রতিষ্ঠানের মৌলবী শিক্ষক ও কেরানী আহত হয়েছেন বলে অভিযোগ করেন। 

বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক জানান- প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জয়নাল আবেদীন মাস্টারকে বিভিন্ন মামলার কারণে সাময়িক বরখাস্ত করেন তৎকালীন ম্যানেজিং কমিটি। দীর্ঘ দেড় বছর ধরে তিনি হাইকোর্টের রায় নিয়ে প্রতিষ্ঠানে আসলেও তাকে কোন দায়িত্ব অর্পণ করেন নি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।তিনি আরোও বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার পর থেকেই দুটি নিয়োগ বাবদ  ২২ লক্ষ টাকা নিয়েছেন প্রার্থীর কাছে। প্রতিষ্ঠানে বিন্দুমাত্র উন্নয়ন তো দূরের কথা কিংবা একটি প্রসাব করার বদনাও কিনেননি।নিয়োগ বাণিজ্যের টাকা দিয়ে তিনি নিজের বাড়ি পাকা করেছেন।

মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির ও কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন মাস্টার জানান- বাংলাদেশ জামায়াতে ইসলামী দল  করায় বিভিন্ন মামলা হওয়ার কারণে ২০১৪ সালে সাময়িক বরখাস্ত করেন তৎকালীন ম্যানেজিং কমিটি। হাইকোর্টে রিট করার পর ০৬-০৮-২০১৭ সালে প্রতিষ্ঠানে পুর্নবহালের আদেশ পান তিনি। রায়ের পরে সাময়িক বরখাস্ত ও বেতন-ভাতা পুর্নবহালের জন্য ১৬-৮-২০১৭ সালে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান কামরুল আলমের নিকট আবেদন করেন। রাজনৈতিক কারণে তৎকালীন ম্যানেজিং কমিটি তাকে পূর্ণবহাল না করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন বাদল মিয়াকে।১৯-০৭-২০১৮ সালে আবার ০৭-০৬-২০২১সালে পুনরায় পুর্নবহালের জন্য আবেদন করেন। তিন বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নানাবিধ টালবাহানার কারণে বসতে পারেন নি তিনি। গেল সপ্তাহে প্রতিষ্ঠানে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে কথা বললে বৃহস্পতিবার ম্যানেজিং কমিটির মিটিং করার কথা বলেন। ম্যানেজিং কমিটির কোনো মিটিংয়ের সভার কোন চিঠি না করেই নতুন করে টালবাহানা করেন।সোমবার সকালে  মিটিং-এর আহ্বানের চিঠি দেখতে চাইলে এবং প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন- আপনি হিসাব চাওয়ার কে? তিনি প্রতিষ্ঠান থেকে বের  হওয়ার হুমকি দেন। ঠিক তখনই তিনি তার ঘাড় ধরে প্রতিষ্ঠান থেকে বের করে দেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির কারণে তার বেতনের অর্ধেক অংশ ২০১৫ সালের ৯ মাসসহ ৮ বছরে ৯,৭৭,৫০০(নয় লাখ সাতাত্তর হাজার পাঁচশত)  টাকার বেশি রিফাইন্ড হয়েছে।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং নবনির্বাচিত ইউপি সদস্য ফুয়াদ মন্ডল জানান- প্রতিষ্ঠানে মারামারি সংক্রান্ত বিষয়ে তিনি শুনেছেন তবে এ বিষয়ে বিস্তারিত তিনি অবগত নন।মিটিং সংক্রান্ত বিষয়ে তিনি মন্তব্য না করলেও রাজনৈতিক ব্যাপার বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে মিঠাপুকুর থানায় একটি এজাহার দায়ের করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল মিয়া।

 মিঠাপুকুরে বুুুুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ-বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ


মিঠাপুকুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অত্যন্ত গোপনীয়তার আশ্রয় নেয়া হয়েছে বলে জানান অভিভাবক ও ছাত্রছাত্রীরা।



স্থানীয় অভিভাবকরা জানিয়েছেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুর রহমান কোন রকম প্রচার-প্রচারণা বা নোটিশ করেননি। না করিয়ে মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ১১ মে- বুধবার ঝড়ো আবহাওয়ার মধ্যে মাগরিব নামাজের পরে বাজারের বিভিন্ন স্থানে ৬ টি বিজ্ঞপ্তি লাগান। যা অভিভাবকদের নজরে আসেনি। 


এ বিষয়ে প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য সোহেল রানা প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগ সূত্রে জানা যায়- প্রধান শিক্ষক নির্বাচনী বিজ্ঞপ্তি প্রচার না করে নিজের পছন্দ মত চার জন অভিভাবকদের দিয়ে রাতের আঁধারে কৌশলে মনগড়া কমিটি গঠন করেন। সুকৌশলে ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য রাতে নির্বাচনের বিজ্ঞপ্তি টাঙ্গিয়েছেন, যাতে কেউ আর নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলতে না পারেন। নির্বাচনের বিষয়ে কিছু শিক্ষার্থীর কাছে জানতে চাইলে এ বিষয়ে সঠিক কিছুই বলতে পারেননি। 


এ বিষয়ে প্রধান শিক্ষক মহিদুর রহমান বলেন- নিয়ম তান্ত্রিক প্রক্রিয়ায় স্কুলের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে, যারা অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।


এলাকাবাসীসহ সচেতন মহল এবং অভিভাবকদের জোড় দাবি, পূনরায় ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে স্বচ্ছ ম্যানেজিং কমিটি নির্বাচন করা হউক।

  মিঠাপুকুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন


মিঠাপুকুর,রংপুর

মিঠাপুকুরে  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমা লার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  


রবিবার দুপুরে উপজেলার শিশু একাডেমির সামনে পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও শিশু একাডেমীর পরিচালক আবদুল ওয়াহেদের  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বৃতি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহমুদ হাসান মৃধা, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনারুল ইসলাম সহ প্রমূখ।


এসময় শিশু একাডেমীতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৩০ জনকে ছাতা ও অতিথিদের বই উপহার প্রদান করা হয়।



Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget