মিঠাপুকুরে বুুুুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ-বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বুজরুক সন্তোষপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অত্যন্ত গোপনীয়তার আশ্রয় নেয়া হয়েছে বলে জানান অভিভাবক ও ছাত্রছাত্রীরা।
স্থানীয় অভিভাবকরা জানিয়েছেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুর রহমান কোন রকম প্রচার-প্রচারণা বা নোটিশ করেননি। না করিয়ে মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ১১ মে- বুধবার ঝড়ো আবহাওয়ার মধ্যে মাগরিব নামাজের পরে বাজারের বিভিন্ন স্থানে ৬ টি বিজ্ঞপ্তি লাগান। যা অভিভাবকদের নজরে আসেনি।
এ বিষয়ে প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য সোহেল রানা প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়- প্রধান শিক্ষক নির্বাচনী বিজ্ঞপ্তি প্রচার না করে নিজের পছন্দ মত চার জন অভিভাবকদের দিয়ে রাতের আঁধারে কৌশলে মনগড়া কমিটি গঠন করেন। সুকৌশলে ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য রাতে নির্বাচনের বিজ্ঞপ্তি টাঙ্গিয়েছেন, যাতে কেউ আর নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলতে না পারেন। নির্বাচনের বিষয়ে কিছু শিক্ষার্থীর কাছে জানতে চাইলে এ বিষয়ে সঠিক কিছুই বলতে পারেননি।
এ বিষয়ে প্রধান শিক্ষক মহিদুর রহমান বলেন- নিয়ম তান্ত্রিক প্রক্রিয়ায় স্কুলের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে, যারা অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এলাকাবাসীসহ সচেতন মহল এবং অভিভাবকদের জোড় দাবি, পূনরায় ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে স্বচ্ছ ম্যানেজিং কমিটি নির্বাচন করা হউক।
Post a Comment