দীর্ঘ সাত বছর পর রংপুর জেলা ছাত্রলীগের কমিটি

 

দীর্ঘ সাত বছর পর রংপুর জেলা ছাত্রলীগের কমিটি

নিউজ ডেক্স
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এস এম সাব্বির আহমেদকে সভাপতি ও তানিম আহসান চপলকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা ছাত্রলীগের ২৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দিয়েছেন।

 

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন, মেহেদী আল-হাসান আকাশ, ইয়াসির আরাফাত শুভ, হাসানুল ইসলাম হাসিব, নবীনুর ইসলাম নয়ন, জিল্লুর রহমান অনিক, মেহেদী হাসান জিম, বেলাল হোসেন আপেল, মো. আল-আমিন ইসলাম জয়, মাজহারুল ইসলাম রাকিব, শাকিল মিয়া, মো. সাব্বিরুল ইসলাম সাব্বির, রেজওয়ানুল রহমান হৃদয়, মুর্শেল হক চৌধুরী রক্তিম। যুগ্ম-সাধারণ সম্পাদক: শাহজাহানুর ইসলাম সৌরভ, মো: আক্তারুজ্জামান আপেল, শহিদ সরকার,আমিনুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক: অভিনাশ কুমার, মো. সাদমান সাকিব রিদম, মতিউর রহমান মাহিদ, রোহান মাহমুদ।

এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন মো. রাব্বি হাসান এবং সোহেল রানা সনি।

উল্লেখ্য, নবগঠিত কমিটির সভাপতি এস এম সাব্বির আহমেদ বিগত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সাহিত্য সম্পাদক ও মমিনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।অন্যদিকে নব নির্বাচিত সাধারণ সম্পাদক তানিম আহসান চপল বিগত জেলা ছাত্রলীগ কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দীর্ঘ ৭ বছর ২ মাস পর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget