মিঠাপুকুরে উনিশ বছর পর তিন মাসের ছাত্রলীগের আহব্বায়ক কমিটি
মিঠাপুকুর প্রতিনিধি
বহু প্রত্যাশিত ও দীর্ঘ প্রতীক্ষার ১৯ বছর পরে তিন মাসের জন্য মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে রংপুর জেলা ছাত্রলীগ। দুপুরে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহম্মেদ ও সাধারণ সম্পাদক একে এম তানিম আহসান চপল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি উভয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়েন।
সাঈদের নেতৃত্বে আনন্দ মিছিল |
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়- বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে সম্মেলন আয়োজন করা জন্য বাংলাদেশ ছাত্রলীগ মিঠাপুকুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের অনুমোদন করা হয়। সম্মেলন আয়োজনের আহব্বায়ক হিসাবে আবদুল্লাহ্ আবু সাঈদের নাম ঘোষনা করা হয় । এছাড়া যুগ্ম আহব্বায়ক হিসাবে ছয় জনের নাম ঘোষনা করা হয়ছে প্রেস বিজ্ঞপ্তিতে। তারা হলেন-আশিক মাহমুদ,গোলাম মোস্তফা,মিল্লাদ মন্ডল,সোয়েব হোসাইন সাগর,জাহিদ হাসান ও ফুয়াদ হাসান। তবে কমিটিতে সদস্য হিসাবে আরোও ৫৪ জনের নাম প্রকাশ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি পাওয়ার পরেই তাৎক্ষনিক আনন্দ মিছিল করেন সদ্য আহব্বায়ক কমিটিতে স্থান পাওয়া ছাত্রলীগ নেতাকর্মীরা। আবদুল্লাহ্ আবু সাঈদের নেতৃত্বে মিঠাপুকুর ওভার ব্রীজের নিচ থেকে শুরু হয়ে মিঠাপুুকুর উপজেলা চত্ত্বর প্রদক্ষিন করেন ঢাকা রংপুর মহাসড়কের ওভীর ব্রীজের নিচে এসে শেষ হয়। এসময় ওভার ব্রীজের নিচে শুভেচ্ছা বক্তব্য রাখেন আহব্বায়ক আবদুল্লাহ্ আবু সাঈদ।
প্রসঙ্গ-২০০৪ সালে মিঠাপুকুর উপজেলা কমিটি বিলুপ্ত করেন তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এর পর থেকে আর ছাত্রলীগের জেলা ছাত্রলীগের কমিটির পরিবর্তন হলেও মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের কমিটি হয়নি।
Post a Comment