রংপুরে ভাড়াটিয়া সেজে ফেন্সিডিল ব্যবসার মূলহোতা স্বপন পুলিশের অভিযানে আটক

রংপুরে ভাড়াটিয়া সেজে ফেন্সিডিল ব্যবসার মূলহোতা স্বপন পুলিশের অভিযানে আটক

রংপুর ব্যুরো
রংপুরে বিভিন্ন বাসা বাড়িতে ভাড়াটিয়া সেজে মাদক ব্যবসার মূল হোতা স্বপন চন্দ্র গোস্বামী(৫২) নামে সমাজে বিত্তবান একজন ভদ্র মানুষ হিসাবে বসবাস করা মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। আটক করার সময় তার ভাড়াটিয়া বাসা থেকে ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

গত (০৩-০৯-২০২৩ইং) সন্ধ্যায় রংপুর মহানগরীর কোতয়ালী মেট্রো থানাধীন দক্ষিণ গুপ্তপাড়া এলাকাস্থ হাসান আব্দুর গোফরানের চারতলা ব্লিডিংয়ের নিচ তলায় গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন পুলিশ।এসময় তার দখলীয় ২ কক্ষ বিশিষ্ট পূর্ব পার্শ্বের দক্ষিণ দূয়ারী ঘরের ঘাটের নিচ হতে ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়।সে রংপুর সিটি কর্পোরেশনের আলম নগর এলাকার স্বাধন চন্দ্র গোস্বামীর ছেলে।

মামলার এজাহার হতে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক সর্বজনার আতাউর রহমান, ইমরান জাহান, সিপাই আল-আমিন,আবু আব্দুল্লাহ্ আকাশ,ইবনে মিজান ও রেজাউল করিম হাসানের সমন্বয়ে গঠিত রেইডিংপার্টি গঠন করে ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে স্বপন গোস্বামীর বাসায় অবৈধ ভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে আটককৃত আসামী স্বপন গোস্বামীকে নিজ ভাড়াটিয়া বাসায় শয়নকক্ষের খাটের নিচে মাদকদ্রব্য সংরক্ষণ ও ধারণ করার কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রসঙ্গ স্বপন গোস্বামীর নামে ২০১৯ সালের ৯ই অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিআর নং-৫৫১ ও এফআইআর নং-৩০ নামে একটি মামলা দায়ের করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ। অনুসন্ধানে জানা যায়- শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা সহ নানাবিধ অপকর্মের সঙ্গে জড়িত।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget