Latest Post

 

ইউপি নির্বাচন করবেন না ফুয়াদ,চাইবেন না নৌকার মনোনয়ন,বারণ করেছেন প্রচার

 

রুবেল ইসলাম,রংপুর

 

আসন্ন ইউপি নির্বাচন-২০২১ তফশিল ঘোষনা হতে আর মাত্র কয়েকদিন বাকী তবে সাধারণ ভাবে জানা গেছে আগামী মার্চ মাসের ২২ তারিখে প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।এরই মধ্যে নির্বাচনের আমেজ,নির্বাচনী মোটরসাইকেল মহড়া,পাড়া-মহলা কিংবা ওয়ার্ডে চলছে মতবিনিময়। আবার দেয়ালে কিংবা রাস্তার মোড়ে,হাট-বাজার গুলোতে জুলছে সমর্থন ও দোয়া প্রার্থনার পোষ্টার কিংবা ব্যানার।আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভিন্ন ধরণের ব্যানার।

 

রংপুরের মিঠাপুকুর উপজেলায়  ইউপি নির্বাচন-২০২১ নিয়ে চলছে অনেক জল্পনা ও কল্পনা।হিসেবের অংকের খাতা খুললে জানান দেয়- মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নে গত নির্বাচনে সরকারী দলের নৌকার মনোনয়ন নিয়ে জয় ছিনিয়ে নেয় নৌকা প্রত্যাশী চেয়ারম্যান প্রত্যাশীরা। ১৭টি ইউনিয়নে নৌকার এই জয়ে কবর হয় প্রধান বিরোধী দল বিএনপি ও জাপার।ফলে মরুভূমির বুকে নতুন সূর্য হিসাবে উদিত হয় ক্ষমতাশীল দল আওয়ামীলীগের।

ইউপি নির্বাচন করবেন না ফুয়াদ,চাইবেন না নৌকার মনোনয়ন,বারণ করেছেন প্রচার
তারুণ্যের আইকন ইউনিয়ন যুবলীগ সভাপতি ফুয়াদ মন্ডল

 

নৌকার এই অবিশ্বাস্য জয় চোখ কেড়ে নেয় চেয়ারম্যান প্রার্থীদের,তাই এইবার নির্বাচনে সবাই ছুটছেন মনোনয়নের জন্য। প্রার্থীরা মনে করছেন- নৌকার মনোয়ন পেলেই চেয়ারম্যান।জনগণের ভালোবাসার ও ভোটের প্রয়োজন আছে কিনা তা জানা নেই তাদের-এমন প্রশ্ন সাধারণ জনগনের ।

 

জনগনের অফুরান্ত ভালোবাসায় সিক্ত হয়ে ইউপি নির্বাচনে অংশগ্রহণে গতবার আগ্রহ প্রকাশ করেছিলেন মিঠাপুকুরের কাফ্রিখাল ইউনিয়নের তারুণ্যের অহংকার যুবলীগ সভাপতি ফুয়াদ মন্ডল। ইউনিয়নের জনগণের নিজের টাকা খরচ করে বিভিন্ন প্রোগাম করেছিলেন তারুণ্যের আইকন ও পরিচ্ছন্ন রাজনৈতিক এই নেতার পক্ষে। দলীয় মনোনয়ন না পাওয়া সড়ে বসতে হয় যুবদের অহংকার উদীয়মান তরুণ এই নেতাকে। এইবার নির্বাচন আসার পূর্বেই তরুণ এই নেতাকে ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে পাওয়ার প্রত্যাশায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে স্থানীয়ভাবে প্রচার শুরু করছেন অনেকে। আর এইসব কার্যক্রম দেখে নিজের ফেসবুক আইডিতে সকলকে সম্মান  জানিয়ে লিখছেন তিনি নির্বাচন করবেন না এবং তাকে নিয়ে যেন ফেসবুকে কোন পোষ্টার প্রচার করা হয়। তার ফেসবুকে দেওয়া পোষ্টটি হুবহু দেওয়া হলো-

 

”সম্মানিত

৬নং কাফ্রিখাল ইউনিয়নবাসী।

আসসালামু আলাইকুম/আদাব।

আমি ৬নং কাফ্রিখাল ইউনিয়ন থেকে নৌকার মনোনয়ন চেয়েছিলাম। আপনাদের সহযোগীতা পরম স্নেহ ভালোবাসা পেয়েছি।

 

আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের উদ্যোগে ৬নং কাফ্রিখাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে অনেক উঠান বৈঠক এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান,মিটিং,মিছিলে অংশ গ্রহন করি।

 

প্রত্যেকটি উঠান বৈঠক এবং মিটিং সমাবেশে আলেম সমাজ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের জনতার ব্যাপক উপস্থিতি ছিলো।

 

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আশিকুর রহমান এমপি স্যার রাশেক রহমান ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা। উনারা যেন জনগনের কল্যানে আরো বেশি বেশি কাজ করতে পারেন।

 

নৌকা মার্কার প্রত্যেকটি উঠান বৈঠকে আমি আপনাদের অনুরোধ করে ছিলাম যে আমার ভাগ্যে নমিনেশন আসুক বা না আসুক আশিকুর রহমান এমপি মহদয়ের দেওয়া প্রতিক নৌকায় ভোট প্রদান করে দেশ জাতির কল্যানের স্বার্থে,ইউনিয়নের উন্নয়নের জন্য ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একটি সুখী, সুন্দর ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে মাননীয় আশিকুর রহমান এমপি স্যার এবং রাশেক রহমান ভাইয়ের মনোনীত ব্যাক্তির পক্ষে কাজ করার জন্য অনুরোধ করেছি সম্মানিত কাফ্রিখাল ইউনিয়নবাসী এলাকাবাসী মাননীয় এমপি মহোদয় রাশেক রহমান ভাইয়ের মনোনীত প্রার্থী জনাব কে নৌকায় ভোট দিয়ে এই ইউনিয়ন টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন।ইউনিয়নের উন্নয়নের স্বার্থে এই অনুরোধ রহিল।

বাংলাদেশ আওয়ামীলীগের অনেক প্রবীণ, সিনিয়র,ত্যাগী,পরিক্ষিত,দলের জন্য নিবেদিত, দল কে এগিয়ে নেওয়ার জন্য অনেক ত্যাগ শিকার করেছেন সহযোগীতা করেছেন এমন সব নেতা বা ভাইদের কথা ভেবে আমি নিজেকে অযোগ্য মনে করে দলের মনোনয়ন/ নৌকা প্রতিক চাইবো না।

 

আমাকে যে সকল বন্ধু,ভাই আমার জন্য মানুষের কাছে ভোট চেয়েছেন,কাজ করেছেন বা মোবাইল ফোনে প্রার্থি হিসেবে পোষ্ট করেছেন,তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আর আমার নিজের জন্য ভোট না চেয়ে বা পোষ্ট না করার জন্য অনুরোধ করছি।

 

সেই সাথে বিভিন্ন ইউনিয়নের যে সকল যুবলীগের ভাই,বন্ধু,সহযোদ্ধা নৌকার মনোনয়ন প্রত্যাশী তাদের জন্য দোয়া শুভ কামনা রইলো,এগিয়ে যাও।পাশে আছি,পাশে থাকবো ইনশাআল্লাহ্‌,ভালোবাসা অবিরাম সকলের জন্য।”

 

জয় বাংলা,জয় বঙ্গবন্ধু

 

 

সদ্যপুস্করিনীতে প্রমিলা রাগবি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত
 
খন্দকার মিলন আল মামুন,নিজস্ব প্রতিবেদক
রংপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব'র সহযোগিতায় সদ্যপুস্করিনীতে প্রমিলা রাগবি প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয় ।খেলা ও পুরস্কার বিতারন অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াপুকুর ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
 
পুরষ্কার তুলে দিচ্ছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ন কবির
পুরষ্কার তুলে দিচ্ছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ন কবির

এতে সভাপতিত্ব করেন রংপুর সদর উপজেলা আওয়মীলীগের সভাপতি হুমায়ুন কবীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা ক্রীড়া অফিসার এসআইএম ফেরদৌস আলম, বাংলাদেশ রাগবি ফেডারেশনের কোচ ও রেফারি শামীম আহমেদ। এএফসিবি ডিপ্লোমা ফুটবল কোচ, সদর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সদ্যপুস্করিনী ইউনিয়ন যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি মিলন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এসময় আরও উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার মিলন আল মামুন, গংগাচড়া ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি ইলিয়াছ আহমেদ, স্থানীয় আওয়ামিলীগ নেতা আক্তারুজ্জামান মাস্টার, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মহাসিন আলী, রেজাউল ইসলাম প্রমুখ।
 
প্রমিলা রাগবি প্রতিযোগিতায় রংপুরিয়ান রাগবি ক্লাব ১০-৫ পয়েন্ট নিয়ে রংপুর রাগার্স ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিবৃন্দ খেলোয়ারদের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন।

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget