রংপুরের সদ্যপুস্করিনী ইউনিয়নে পাওয়ারট্রিলার চাপায় ও পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
"এলাকায় শোকের মাতম দিশাহারা দুই পরিবার"
খন্দকার মিলন আল-মামুন,নিজস্ব সংবাদদাতা
রংপুরের সদর উপজেলায় পৃথক পৃথক দুইটি ঘটনায় দুইজন শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে।ঘটনার বিবরনে জানা যায়-উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নে দুপুর সাড়ে ১২টায় বাবুরহাট এলাকাস্থ "বস ভাটা" থেকে ইট বোঝাই একটি পাওয়ার ট্রিলার চালিত ট্রলি কেশবপুর বানীয়া পাড়ার বাবলু মিয়ার বাড়িতে যাওয়ার সময় পশ্চিম কেশবপুর মধ্যপাড়া এলাকায় রাস্তার উপর পাওয়ারট্রিলার চাপায় আবু লুবাবা নামে ২৭ মাস বয়সের একটি শিশু বাচ্চাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। লুবাবাবার বাবার নাম রুহুল আমিন। এসময় পাওয়ারট্রিলার ট্রলি চালক চোকা মিয়ার ছেলে আবু হোরায়রা (৩০) ট্রলি রেখে পালিয়ে যায়।
ট্রলির চাকায় পিষ্ট মৃত্যু শিশুর পূর্বের ছবি |
খবর পেয়ে রংপুর সদর (সার্কেল) এএসপি আরিফ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পাওয়ারট্রিলার ও লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পোষ্টমর্টেম শেষে আগামীকাল লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে রংপুর সদর কোতয়ালি থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান আমাদের এ প্রতিবেদককে বলেন।
অপরদিকে একই ইউনিয়নের দক্ষিণ ভেলুতে গড়ে(আবাসন) এলাকায় এনামুল নামে এক ব্যক্তির দিঘিতে (পানিতে) পড়ে শিহাব( ১২) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। পরে বাদ মাগরিব বালার হাটে জানাযা শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। শিহাবের বাবার নাম রাশেদুল ইসলাম বলে জানাযায়।।