মিঠাপুকুরের অবৈধভাবে তিনশত বছরের পূরাতন তেতুল গাছ কর্তনের অভিযোগ
মিঠাপুকুরের অবৈধভাবে তিনশত বছরের পূরাতন তেতুল গাছ কর্তনের অভিযোগ
মিঠাপুকুর প্রতিনিধিঃ
মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাসষ্টান্ডে প্রায় তিনশত বছরের পূরনো একটি তেতুল গাছ কাটার সময় এলাকাবাসী আটক দিয়েছেন।বেশ কিছুদিন আগ থেকে স্হানীয় ইউ,পি সদস্য ছালাম মেম্বার ইউনিয়ন পরিষদ থেকে গাছটি কাটার আদেশ হয়েছে বলে গাছটি সুকৌশলে কাটছিলেন।ইতিমধ্যে গাছের সমস্ত ডালপালা কেটে নিয়ে গিয়েছেন।এলাকাবাসী গাছ কাটার বিষয়ে জানতে চাইলে,কখনো রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির, আদেশ বা কাজের জন্য কাটছেন,অথবা ফোরলেন কাজের জন্য চায়না কোম্পানি কাটতে বলছে বিভিন্ন অজুহাত দিতেন।আজ সকালে গাছের গোড়া কর্তন করার সময় স্হানীয় ব্যবসায়ী আলামিন মিয়া,শামীম মিয়া,মশিয়ার রহমান,শাহালম মিয়া গাছ কর্তন করা শ্রমিকদের কাছ থেকে গাছ কাটার নির্দেশনা বা বৈধ কাগজ আছে কি,না,জানতে চান।কিন্তু তারা পীরগন্জের ঠিকাদার জুয়েল রানাকে, ফোন দিতে বলেন।জুয়েল রানাকে ফোন দিলে তিনি জানান,সড়ক ও জনপদ বিভাগের পূর্বের টেন্ডারে গাছটি নিয়েছিলেন,কিন্তু স্থাপনা থাকায় কাটতে পারেননি।তার কাছে কাগজ চাওয়া হলে তিনি জানান,কাগজ আগামী কাল দেখানো হবে।ছালাম মেম্বারের সঙ্গে কথা হলে তিনি জানান,ডালপালা পল্লী বিদ্যুৎ কাটার সময় সেগুলো তিনি নিয়েছেন,এবং সেগুলো বিক্রি করে সরকারী কোষাগারে টাকা জমা করেছেন।পরে জেলা পরিষদ সদস্য মোঃএনামুল হক,গাছটি দেখার জন্য আসেন,এবং তিনি জেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন।জেলা পরিষদের সার্ভেয়ার ও নির্বাহী কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে ব্যবস্হা নিবেন বলে তিনি জানান।