Latest Post

 

মিঠাপুকুরে আল্লাহ্ ৯৯টি নামবেষ্ঠিত স্তম্ভের উদ্বোধন

 

রুবেল ইসলাম,রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলার রংপুর-ভেন্ডাবাড়ী সড়কের এরশাদ মোড়ে মহান আল্লাহ তায়ালারআল আসমাউল হুসনার”৯৯টি গুণবাচক নাম দিয়ে তৈরী “আল্লাহ চত্ত্বর” স্তম্ভের উদ্বোধন করা হয়েছে।পাশাপাশি এরশাদ মোড়ের নাম “রুপসী পাঁচ মাথার মোড়” নামে নামফলক করা হয়।

মিঠাপুকুরের মানুষ এখন নান্দনিক হতে চায়-রাশেক রহমান

 

মঙ্গলবার (২৩ শে ফেব্রুয়ারী) বিকেলে খোড়াগাছ ইউনিয়নের এরশাদ মোড়ে আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে “আল্লাহ চত্ত্বর” স্তম্ভটির শুভ-উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রসাসন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মিঠাপুকুর আসনের মাননীয় সাংসদ এইচএন আশিকুর রহমান এমপি।

আল আসমাউল হুসনার”৯৯টি গুণবাচক নাম দিয়ে তৈরী “আল্লাহ চত্ত্বর”


 

রুপসী পাঁচ মাথা মোড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার প্রকাশনা উপ-কমিটির সদস্য তারুণ্যের অহংকার বিশিষ্ট্য মিডিয়া টক শো ব্যাক্তিত্ব রাশেক রহমান।

 ছেঁড়া স্যান্ডেল,ছেঁড়া গেঞ্জি ও ছেঁড়া লুঙ্গির দিনের অবসান হয়েছে

এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লিমন, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান মঞ্জু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন,সাবেক চেয়ারম্যান নুর আলম ও রাণীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গাসহ প্রমুখ।

অনুষ্ঠানে খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান

 

অনুষ্ঠানে খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন- গত বছর সেপ্টেম্বর টিআর প্রকল্পের এক লাখ ৬০ হাজার টাকা দিয়ে এই কাজের উদ্বোধন করা হয়। নান্দনিক লাইটিং সিস্টেমের সঙ্গে অটোমেটিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে ২৪ ঘণ্টায় এখানে মহান আল্লাহ তায়ালার ৯৯টি নাম উচ্চারিত হবে।এটি নির্মানের ফলে ধর্মীয় অনুভূতির কারণে এই এলাকায় অপরাধ প্রবণতা অনেকটা কমে যাবে বলে মনে করেন চেয়ারম্যান।

 

ইউনিয়ন আওয়ামীলের সাধারন সম্পাদক আব্দুল মতিন


ইউনিয়ন আওয়ামীলের সাধারন সম্পাদক আব্দুল মতিন বলেন-এই ইউনিয়নের যতগুলো রাস্তা হয়েছে তা আশিকুর রহমানের মাধ্যমে উন্নয়ন হয়েছে। তবে এই আল্লাহ্ চত্ত্বর থেকে রুপসি হয়ে ইউনিয়ন পরিষদ যেতে ৫ কিলোমিটার রাস্তার ১ কিলোমিটার পাকাকরণ হয়েছে বাকী রাস্তাটুকু পাকাকরণের জন্য অনুরোধ করেন।যদি রাস্তাটি পাকাকরণ করা হয় তাহলে এ অঞ্চলের মানুষ স্বল্প সময়ে পরিষদে যেতে পারবে বলে তিনি দাবী করেন।

সাবেক ইউপি চেয়ারম্যান নুরআলম

 

সাবেক ইউপি চেয়ারম্যান নুরআলম বলেন-অল্প সময়ের মধ্যে আশিকুুর রহমানের উন্নয়ন বলে শেষ করা যাবে না । আগামীতে নতুন দিন আসতেছে আমাদের নেতৃত্বে পরিবর্তন হবে।রাশেক ভাইয়ের মাধ্যমে আমরা যেন আমাদের মিঠাপুকুরসহ সারা বাংলাদেশের উন্নয়ন করতে পারি এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

 

প্রধান আলোচকের আলোচনায় রাশেক রহমান

 

প্রধান আলোচকের আলোচনায় রাশেক রহমান বলেন-মিঠাপুকুর বাসী নন্দন তাত্ত্বিক ধারণায় পুষ্ঠ তারা এখন নান্দনিকতা খোঁজে। এসময় তিনি আরও বলেন-খোড়াগাছের মতো জায়গায় এক সময় কাঁদা মাটির জন্য চলাফেরা কার যেত না । সেই জায়গায় আশিকুর রহমানের হাতে “আল্লাহ চত্ত্বর” নামে একটি চত্ত্বের উদ্ভোধন হতে যাচ্ছে।তার মানে ছেঁড়া স্যান্ডেল,ছেঁড়া গেঞ্জি ও ছেঁড়া লুঙ্গির দিনের অবসান হয়েছে।বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আশিকুর রহমান এমপির হাত ধরে মিঠাপুকুরের মানুষ এখন নান্দনিক হতে চায়।

 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে  সাংসদ এইচএন আশিকুর রহমান এমপি

ভিডিও কনফারেন্সের মাধ্যমে  প্রধান অতিথির এইচএন আশিকুর রহমান এমপি বলেন-আল্লাহর নামে আল্লাহ্ চত্ত্বর প্রতিষ্ঠা করা হলো।যেখানে আল্লাহ তাওয়ালার ৯৯টি নাম খোদাই করে লেখা থাকবে।এসময় তিনি আরও বলেন- মিঠাপুকুরের প্রত্যেকটি গৃহ আলোকিত,প্রত্যেকটি বাড়িতে বাতি জ্বলছে।একটা বাতির কি মূল্য তখন বোঝা যায় যখন অন্ধকার থাকে। মিঠাপুকুরে আমরা যদি অপশক্তিকে প্রতিহত করতে পারি তবে আমাদের মিঠাপুকুরের ব্যাপক উন্নয়ন হবে। খোড়াগাছের প্রতিটি শিশু যখন তাদের জীবনকে উন্নয়ন করার জন্য সংগ্রাম করে যাচ্ছে।তখন তারা পৃথিবীর বুকে তাদের মান তুলে ধরবে।

 

 

 

 স্টাফ রিপোর্টারঃ 

রংপুরে আল্টিমেটাম দিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে এক সাংবাদিক। টিসিবি’র রংপুরের আঞ্চলিক কর্মকর্তা প্রতাপ রায়ের অনিয়ম, দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সেচ্ছাচারিতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ হুমকি দেয়া হয়। রংপুরে কর্মরত সাংবাদিক সমাজের ব্যানারে বুধবার প্রেসক্লাবের সামনে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী কর্মসুচিতে জানানো হয়, টিসিবির’র আঞ্চলিক কর্মকর্তার নানা অনিয়ম সংক্রান্ত সম্প্রতি বেশ কিছু পত্রপত্রিকায় খবর প্রকাশ হলে এসব পত্রিকার প্রতিনিধিদের বিরুদ্ধে মামলাসহ নানা ধরনের হুমকী প্রধান করেন। আগামী সাত দিনের মধ্যে ওই কর্মকর্তার শাস্তিমূলক ব্যবস্থা নেয়াসহ স্টান্ড রিলিজ করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসুচির ঘোষনা দেয়া হয়। হুমকী দেয়া হয় আত্মহত্যারো। দৈনিক করতোয়ার মহানগর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পীর অভিযোগ, মানববন্ধন কর্মসুচি বন্ধে তাকে মুঠোফোনে অনেকবার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। সংবাদ প্রকাশের পর থেকেই তাকে মানষিকভাবে নির্যাতন করছেন টিসিবি’র এই কর্মকর্তা। তিনি আক্ষেপ করে বলেন, একজন দূর্নীতি পরায়ন সরকারি কর্মকর্তার শাস্তি না হলে সন্ত্রাসীরা তাকে মেরে ফেলবে, তাই তাদের হাতে মৃত্যুর চেয়ে তিনি নিজেই গায়ে পেট্টোল ঢেলে আগুনে পুরবেন। এ ছাড়াও রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার মিলনকে সদর কোতয়ালী থানার এসআই আনছারুল ও জাহাঙ্গীর আলম কর্তৃক হুমকী দেয়ার ঘটনায় সাংবাদিকগন উদ্বেগ প্রকাশ করে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।


এতে বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু, দৈনিক সংবাদের স্টাফ রির্পোটার লিয়াকত আলী বাদল, মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবলু নাগ, রিপোটার্স ক্লাব স্পাাদক শাহ বায়োজিদ আহমেদ, সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পি, সরকার মাজহারুল মান্নান, রাজু, সিটি প্রেসক্লাব সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার মিলন আল মামুন, রংপুর ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, সাংবাদিক জুয়েল আহমেদপ্রমুখ। মানববন্ধনে রংপুরে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।


"এলাকায় শোকের মাতম দিশাহারা দুই পরিবার"

খন্দকার মিলন আল-মামুন,নিজস্ব সংবাদদাতা 

রংপুরের সদর উপজেলায় পৃথক পৃথক দুইটি ঘটনায় দুইজন শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে।ঘটনার বিবরনে জানা যায়-উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নে  দুপুর সাড়ে ১২টায় বাবুরহাট এলাকাস্থ "বস ভাটা" থেকে ইট বোঝাই একটি পাওয়ার ট্রিলার চালিত ট্রলি কেশবপুর বানীয়া পাড়ার বাবলু মিয়ার বাড়িতে যাওয়ার সময় পশ্চিম কেশবপুর মধ্যপাড়া এলাকায় রাস্তার উপর পাওয়ারট্রিলার চাপায় আবু লুবাবা নামে ২৭ মাস বয়সের একটি শিশু বাচ্চাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। লুবাবাবার বাবার নাম রুহুল আমিন। এসময় পাওয়ারট্রিলার ট্রলি চালক চোকা মিয়ার ছেলে আবু হোরায়রা (৩০) ট্রলি রেখে পালিয়ে যায়। 

ট্রলির চাকায় পিষ্ট মৃত্যু শিশুর পূর্বের ছবি   

খবর পেয়ে রংপুর সদর (সার্কেল) এএসপি আরিফ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পাওয়ারট্রিলার ও লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পোষ্টমর্টেম শেষে আগামীকাল লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে  বলে রংপুর সদর কোতয়ালি থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান আমাদের এ প্রতিবেদককে বলেন। 

অপরদিকে একই ইউনিয়নের দক্ষিণ ভেলুতে গড়ে(আবাসন) এলাকায় এনামুল নামে এক ব্যক্তির দিঘিতে (পানিতে) পড়ে শিহাব( ১২) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। পরে বাদ মাগরিব বালার হাটে জানাযা শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। শিহাবের বাবার নাম রাশেদুল ইসলাম বলে জানাযায়।।

 পীরগঞ্জে ইউনিয়ন আ’লীগের সভাপতির বিরুদ্ধে মানব বন্ধন, বিক্ষোভ মিছিল


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ  রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন আ’লীগের  সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মসজিদের জমি দখলকে কেন্দ্র করে গ্রামবাসীর মানব বন্ধন।

মানব বন্ধনে স্থানীয় এলাকাবাসী,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

 

 বৃহস্পতিবার বিকেলে খালাশপীর-চতরা সড়কে ছোট রসুলপুর নামক স্থানে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।  মানব বন্ধনে প্রায় সহশ্রাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করে। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন- ছোট রসুলপুর জামে মসজিদের সভাপতি কামরুজ্জামান, কিছু দিন পূর্বে ওই মসজিদের জমিকে কেন্দ্র করে প্রতিপক্ষ হাতে রুহুল আমীন নামের একব্যাক্তি হত্যাকান্ডের শিকার হয়। নিহতের পুত্র সিফাত মিয়া ও মামলার বাদী নিহত রুহুলের ছোট ভাই গোলাম রব্বানী বক্তব্য রাখে।

 

রাস্তা অবরোধ করে আওয়ামীলীগ সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

 বক্তরা মসজিদের ৯৩ শতক জমি জোর পূর্বক দখলের চেস্টা, ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার নিয়োগ বানিজ্যে, ক্ষমতার অপব্যবহার ও ইউনিয়ন আ’লীগের সভাপতির পদ থেকে জাহাঙ্গীর আলমের অপসারনের দাবী করে। বক্তরা আরো বলেন- রুহুল হত্যা মামলার সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডের শিকার রুহুলের ছেলে সিফাতকে প্রকাশ্যে পিতার ন্যায় হত্যার হুমকি দাতাদের  আইনের আওতায় আনাসহ দ্রুত বিচারের দাবী করে।


মানব বন্ধন শেষে বিক্ষুদ্ধ গ্রামবাসী ওই সড়কে বিক্ষোভ করে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়।

 

রংপুরে ধর্ষকের যাবজ্জীবন,১৩ বছর পর স্বীকৃতি পেল সন্তান

 

রুবেল ইসলাম,রংপুর

রংপুরের পীরগাছা উপজেলায় ধর্ষণের ফলে সন্তান জন্মদানের ঘটনায় আদালতে দায়েরকৃত মামলায় অভিযুক্ত ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়াও ধর্ষণে জন্ম নেয়া সন্তানের ভরণপোষণ প্রদানসহ ধর্ষকের ওয়ারিশ হিসেবে ঘোষণা দেন বিচারক।

 

সোমবার দুপুর দেড়টার দিকে রংপুরের নারী শিশু নির্যাতন দমন আদালত- এর বিচারক রোকনুজ্জামান রায় দেন এবং আসামীর উপস্থিতিতে রায় পড়ে শোনান। রায় ঘোষণার সময় অভিযুক্ত শফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

 

রংপুরে ধর্ষকের যাবজ্জীবন,১৩ বছর পর স্বীকৃতি পেল সন্তান
আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে ধর্ষককে

ভুক্তভোগী,মামলার বিবরণ আদালত সূত্রে জানা যায়-পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের অন্নদানগর গ্রামের দিনমজুর হানিফ উদ্দিন দুই মেয়ে, এক ছেলে স্ত্রী রেখে অন্যত্র চলে যান এবং সেখানে দ্বিতীয় বিয়ে করেন তিনি। সেই থেকে ছেলে-মেয়েদের নিয়ে ওই ইউনিয়নের সাতদরগাহ হরিচরণ গ্রামে মায়ের বাড়িতে বসবাস করে আসছেন হানিফ উদ্দিনের স্ত্রী।

 

হানিফের বড় মেয়েকে (তৎকালীন ১৪ বছর বয়স) প্রায়ই উত্যক্ত করতেন প্রতিবেশী মৃত মজিবর রহমানের ছেলে পান ব্যবসায়ী শফিকুল ইসলাম (তৎকালীন ২২ বছর বয়স)

একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন শফিকুল।ঘটনার দিন ২০০৭ সালের ২৬ অক্টোবর বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন শফিকুল। পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

২০০৮ সালের পহেলা ফেব্রুয়ারি ওই বাড়িতে গিয়ে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর জন্য চাপ প্রয়োগ করতে থাকেন শফিকুল তার স্বজনরা। পরবর্তীতে ধর্ষণের ঘটনা এবং সন্তানের স্বীকৃতি অস্বীকার করলে প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ওই বছরের ১০ ফেব্রুয়ারি পীরগাছা থানায় মামলা করতে গেলে থানা থেকে তাদেরকে আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়া হয়।

 

পরে মেয়েটি নিজে বাদী হয়ে ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে শফিকুলসহ তার বাবা মজিবর, চাচা মমতাজ উদ্দিন ফুফু নজিরনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা চলাকালীন অবস্থায় আসামি মজিবর মারা যান এবং ২০০৮ সালের আগস্ট একটি ছেলে সন্তানের জন্ম দেন ওই কিশোরী।

এদিকে শফিকুলও অন্যত্র বিয়ে করে সংসার শুরু করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে ধর্ষণে জন্ম নেয়া শিশুর এবং ধর্ষকের ডিএনএ পরীক্ষা জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ১৩ বছর পর সোমবার দুপুড়ে রায় ঘোষণা করা হয়। রায়ে অপর দুই আসামিকে খালাস দিয়েছেন বিচারক।

 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী শিশু নির্যাতন দমন আদালত- এর পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন-যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও এক লাখ টাকা জরিমানা আদায় এবং ধর্ষকের ওয়ারিশ হিসেবে সম্পত্তির অংশী দারিত্বের রায় দিয়েছেন বিচারক। যদি ধর্ষকের কোনো সম্পত্তি না থাকে তাহলে ওই শিশুর ব্যয় ভার রাষ্ট্রকে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।উক্ত মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জহুরুল ইসলাম।

 

 

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget